এশিয়া কাপ ২০২৫ এর ভারতীয় দলে জায়গা মিলছে না ঋষভ পন্থের। টি-২০ টুর্নামেন্টে উইকেটকিপার-ব্যাটারের জাতীয় দলে না থাকাটা একরকম নিশ্চিত। শুধু চোটের কারণেই নয়, এই ফরম্যাটে তাঁর অতীত পারফরম্যান্সও মুখ ঘুরিয়ে নিতে সাহায্য করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন বিসিআইএর নির্বাচক কমিটির সদস্যদের।
এশিয়া কাপের দল ঘোষণার প্রাক মুহূর্তে, জাতীয় ক্রিকেটারদের তালিকায় থাকা বেশ কিছু বড় নাম কিন্তু বিবেচিত হচ্ছে না টি-২০ র দলে। উপমহাদেশে অনুষ্ঠেয় টুর্নামেন্টে জন্য ভাবা হচ্ছে না যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এবং বি সাই সুধারসনকে। বাদের তালিকায় জুড়েছে ঋষভ পন্থের নামও। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ কিংবা ২০ আগস্টই এশিয়া কাপের জাতীয় দল ঘোষণা করতে পারে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ মূল্যে কেনা হয়েছিল ঋষভ পন্থকে। আইপিএল-এর মেগা নিলামে, লখনউ সুপার জায়ান্টস কিনেছিল ২৭ কোটি টাকায়। নিলামে সর্বোচ্চ মূল্যে তাঁকে নেওয়া হলেও বাইশ গজে সেভাবে দাগ কাটতে পারেননি লখনউ সুপার জায়েন্টের অধিনায়ক কাম উইকেটকিপার-ব্যাপার।
পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে ঋষভ পন্থের শেষ ৫টি টি-২০ ম্যাচের সবকটিই গত বছর। সেখানে তিনি সাকুল্যে মাত্র ৭০ রান করেছিলেন। গড় করলে দেখা যাবে ১৭.৫০ এই ম্যাচগুলিতে তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১২৭.২৬। বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি লিগ আইপিএল। সেখানে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়ে পারফরম্যান্স কিন্তু আহামরি হয়নি।
এশিয়া কাপের দলে উইকেটকিপার-ব্যাটারের ভূমিকায় নির্বাচকদের নজরে ১ নম্বরে রয়েছেন সঞ্জু স্যামসন। বিবেচনার তালিকায় নাম রয়েছে ধ্রুব জুরেল এবং জিতেশ শর্মার। পন্থের মতো একজন হাইপ্রোফাইল ক্রিকেটারের ক্ষেত্রে এমন অবজ্ঞা কিন্তু হৃদয় বিদারক।
পন্থের মতোই, ভারতের এশিয়া কাপ দলে জায়গা হচ্ছে না যশস্বী জয়সওয়ালের। সংক্ষিপ্ত ফরম্যাটে কে এল রাহুলের জাতীয় দলে ঢোকাটাও বেশ মুশকিল। ফর্মে থাকা রাহুল কিপিং করতে পারলেও, ব্যাটিং পজিশনে জায়গা খালি নেই। তাছাড়া সেই ২০২২ সালের নভেম্বরের পর থেকে দেশের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলা হয়নি রাহুলের। নাম বিবেচিত না হওয়ার এটাও একটা বড় কারণ।
বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০র পারফরম্যান্সের উপরও দল নির্বাচন নির্ভর করছে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাজিতও করেছিল। তাই মনে করা হচ্ছে জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর এশিয়া কাপের জন্য দল নিয়ে তেমন বড় কোনও পরিবর্তন আনতে রাজি নন। এশিয়ার কাপের দলকে ঘিরেই আগামী বছরের টি-২০ দল দেখে নিতে চান বোর্ডের নির্বাচক কমিটির সদস্যরাও।