ফের আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার হলেন শুভমান গিল। ভারতের টেস্ট অধিনায়ককে বেছে নেওয়া হয়েছে জুলাই মাসের ভিত্তিতে। ইংল্যান্ডের বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকর উইয়ান মুল্ডারও মাসের সেরা পুরুষ ক্রিকেটারের লড়াইতে ছিলেন। কিন্তু ভারত অধিনায়কের নজর কাড়া ব্যাটিং ছিটকে দিয়েছে দুই প্রতিদ্বন্দ্বীকে।
এবারের খেতাব ধরলে এই নিয়ে চার চারবার আইসিসির মাসের সেরা ক্রিকেটারের তকমা পেলেন শুবমন গিল। এখন পর্যন্ত তিনিই একমাত্র ক্রিকেটার, যাঁর ঝুলিতে রয়েছে ৪টি আইসিসি পদক। গলি প্রথমবার পেয়েছিলেন ২০২৩ এর জানুয়ারি মাসে। ওই বছরই সেপ্টেম্বরে এসেছে দ্বিতীয়বারের মাসের সেরা খেতাব। তৃতীয়বার খেতাব ফেব্রুয়ারি ২০২৫ সালে। আর এবার এল জুলাই ২০২৫ এর জন্যে। চতুর্থবারের মাসের সেরা খেতাবটি কিন্তু তাঁর কাছে অনন্য। কারণ এই খেতাব এসেছে অধিনায়কত্বের দায়িত্বভার কাঁধে নিয়েও।
আন্ডারসন-তেন্ডুলকর ট্রফির ৫টি টেস্টের মধ্যে জুলাই মাসে শুবমান গিল খেলেছেন ৩টি টেস্ট। ওই ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ৫৬৭ রান। ব্যাটিং গড় ৯৪.৫০। এর মধ্যে রেকর্ড গড়েন বার্মিংহামের দ্বিতীয় টেস্টে। ওই ম্যাচে প্রথম ইনিংসে করেন ২৬৯ রান। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১৬১ রান। ম্যাঞ্চেস্টারের ড্র টেস্টেও দলের দ্বিতীয় ইনিংসে করেন ১০৩ রান।
স্বভাবতই এবারের আইসিসি-র পদক জিতে রীতিমতো উচ্ছ্বসিত ভারতের টেস্ট অধিনায়ক। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ‘জুলাই মাসে ICC-র সেরা প্লেয়ার হয়ে দারুণ লাগছে। এ বার এই পদকের বেশি গুরুত্ব রয়েছে। কারণ ক্যাপ্টেন হিসেবে টেস্ট সিরিজ়ে এটা পেয়েছি। বার্মিংহ্যামের ডাবল সেঞ্চুরিটা অবশ্যই স্পেশাল। ইংল্যান্ড সফরের অন্যতম প্রিয় মুহূর্ত হিসেবে থেকে যাবে এটা।’
আইসিসির জুলাই মাসের সেরা মহিলা ক্রিকেটারের পদক জিতে নিলেন ইংল্যান্ডের ব্যাটার সোফিয়া ডাঙ্কলে। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে নজরকাড়া ব্যাটিং এর সৌজন্যে। আইসিসি ক্রিকেট ডট কম তাদের ফ্যানেদের ভোটের বিচারেই মাসের সেরা ক্রিকেটার বেছে নেয়। টেস্ট-ওয়ান ডে কিংবা টি-২০ ফর ফরম্যাটের নিরিখেই তাঁদের পছন্দের ক্রিকেটারের পক্ষে ভোট দেন আইসিসি ক্রিকেট ডট কমের নথিভুক্ত ফ্যানেরা।
