ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতী কে? এলন মাস্কের সংস্থা এক্স-এর এআই চ্যাটবট গ্রোককে এই প্রশ্ন করতে মিলেছে চাঞ্চল্যকর উত্তর। গ্রোক স্পষ্ট জানিয়েছে, ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী হলেন ডোনাল্ড ট্রাম্প। গ্রোকের এই উত্তর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সেই দেশে।
জনৈক এক্স ব্যবহারকারী গত রবিবার মাস্কের সংস্থার এআই চ্যাটবট গ্রোককে প্রশ্ন করেন, আমেরিকার রাজধানী ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী কে? ওই প্রশ্নের জবাবে গ্রোক জানায়, ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতির অভিযোগ রয়েছে। এজন্য নিউ ইয়র্কে তাঁর বিরুদ্ধে কমপক্ষে ৩৪ টি অভিযোগ রয়েছে।
আর এক নেটিজেন গ্রোকের কাছে জানতে চান, আমেরিকায় কি অপরাধমূলক কাজ কমেছে? ওই প্রশ্নের গ্রোক জানায় হ্যাঁ কমেছে। ২০২৫ সালে ওয়াশিংটনে অপরাধ প্রায় ২৬ শতাংশ কমেছে। যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। এআই চ্যাটবট গ্রোকের সঙ্গে এই কথোপকথন প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে আমেরিকায়।
কয়েক দিন আগেই ট্রাম্প জানান, ওয়াশিংটনে অপরাধমূলক কাজকর্ম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তাই শহরে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা ভাবছেন তিনি। এরই মধ্যে ট্রাম্পের ঠিক বিপরীত কথা বলল গ্রোক, যা বিতর্ক তৈরি করেছে। তবে এই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছে গ্রোক।
জুলাই মাসেই গ্রোক এক প্রশ্নের উত্তরে অ্যাডলফ হিটলারের উচ্চ প্রশংসা করে। ইহুদিদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের আহ্বান জানিয়েছিল সে।
বছরখানেক আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অন্যতম সঙ্গী ছিলেন এলন মাস্ক। ট্রাম্প তাঁর প্রশাসনে বিশেষ উচ্চ পদ দিয়েছিলেন মাস্ককে। তাঁর জন্য তৈরি হয়েছিল আলাদা একটি দফতর। কিন্তু ট্রাম্প ও মাস্কের সেই মধুচন্দ্রিমা কেটে গিয়েছে। বিভিন্ন বিষয়ে ট্রাম্পকে ব্যক্তিগত স্তরেও আক্রমণ করেছেন মাস্ক। ট্রাম্প ও মাস্কের সেই ডুয়েলের মধ্যেই মাস্কের সংস্থার তৈরি চ্যাটবট বেফাঁস মন্তব্য করে নতুন বিতর্ক তৈরি করল।