দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
পশ্চিম- মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। মূলত এই নিম্ন চাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃস্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘন্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। আজ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির ক্ষেত্রে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সব থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও হাওড়া জেলাতে। এই সকল জেলার কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী হতে পারে। নিম্ন চাপের প্রভাবে উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। বাড়বে জলস্তর। আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুন্দরবনের প্রত্যেকটি বন্দরে গভীর সমুদ্র থেকে ফিরে এসেছে মৎস্যজীবী ট্রলার গুলি। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করতে জলপথ এবং স্থলপথে চলছে মাইক প্রচার। দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে দুর্বল বাঁধের ওপর সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা সহ একাধিক জায়গায় চলছে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি বহাল থাকবে
Leave a comment
Leave a comment
