আলিয়া ভাট ও শর্বরী অভিনীত, যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি আলফা আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ মুক্তি পেতে চলেছে। ছবির শুটিং বর্তমানে চলছে এবং এটি বড় মাপের অ্যাকশন ড্রামা হিসেবে তৈরি হচ্ছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছবির কোরিয়োগ্রাফার বসকো মার্টিস, আলিয়া ও শর্বরীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।
তিনি জানিয়েছেন, এই ছবিতে দর্শকরা আলিয়া ও শর্বরীর এক নতুন রূপ দেখতে পাবেন। বসকোর ভাষায়, “আমি মনে করি এটা অসাধারণ হতে চলেছে। তারা দু’জনেই দারুণভাবে দাঁড়িয়ে থাকবে, খুব শার্প লাগবে। দর্শকরা এক নতুন আলিয়া, এক নতুন শর্বরী দেখতে পাবেন।”
তিনি আরও বলেন, “এটি একেবারেই ফ্রেশ এক্সপিরিয়েন্স হবে। আশা করছি পরে যেন আমাকে আমার কথাগুলো ফেরত নিতে না হয়। কিন্তু আমি যা দেখেছি, তা সত্যিই অসাধারণ। খুব শক্তিশালী কিছু আসছে। আমি নিশ্চিতভাবে বলছি।”
ইতিপূর্বে প্রতিবেদনে জানানো হয়েছিল, ছবিতে আলিয়া ও শর্বরী একটি বড়সড় ডান্স নাম্বারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, “দু’জনেই এই গানের জন্য খুব উচ্ছ্বসিত ছিলেন। এটি বড় ও চোখ ধাঁধানো হবে। পরিকল্পনাই ছিল এমন একটি গান তৈরি করা, যাতে দুই নায়িকাকে হাই-এনার্জি, অ্যাকশন-প্যাকড পরিবেশে দেখা যাবে, ঠিক সেভাবেই গানের রূপ নিচ্ছে।”
যদিও ছবির গল্প বা চরিত্র সম্পর্কে এখনও বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে ছবির নাম ঘোষণা করে একটি টিজার প্রকাশিত হয়েছে। এছাড়া, আলিয়া ও শর্বরী সেট থেকে একটি উষ্ণ মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন। সেখানে তাঁদের পিছনের দিক দেখা যাচ্ছিল এবং তারা আঙুল দিয়ে ‘হার্ট’ ইমোজি তৈরি করেন।
ভক্তরা অপেক্ষায় রয়েছেন, দুই তারকার জাদু বড়পর্দায় দেখার জন্য। নির্মাতারা এখনও আর কোনও প্রোমোশনাল কনটেন্ট প্রকাশ করেননি। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া হয়তো ‘ওয়ার ২’ছবিতে একটি ক্যামিও করতে পারেন, কারণ এটিও যশরাজ ফিল্মসের এবং স্পাইভার্সের অংশ। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
