স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে পাকিস্তানে প্রাণ গেল একাধিক জনের। ওই দেশজুড়ে জখম হয়েছেন কমপক্ষে ৭০ জন। নিহতদের মধ্যে এক বৃদ্ধ ও ৮ বছরের এক শিশু আছে। জানা গিয়েছে স্বাধীনতা দিবসের উৎসবে আত্মহারা হয়েই এই গুলি চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আজিজাবাদে গুলি লেগে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। করাচির কাছে কোরাঙ্গিতে নিহত হয়েছেন স্টিফেন নামে এক বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, ১৩ অগস্ট মঙ্গলবার মাঝরাতে করাচি-সহ দেশের বেশিরভাগ জায়গায় স্বাধীনতা দিবস উদযাপন করতে বেপরোয়াভাবে গুলি চালানো হয়েছে। লিয়াকতাবাদ, লিয়ারি, আখতার কলোনি, বালদিয়া, ওরাঙ্গি টাউনের মতো একাধিক জায়গায় গুলি চলেছে। গুলি চলেছে নর্থ নিজামাবাদ টাউন, জামান টাউন, সুরজানি টাউনের মতো জনবহুল এলাকায়। গুলিতে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
উৎসবের আবহে ইসলামাবাদে ঘটেছে কয়েকটি ভয়ঙ্কর ডাকাতির ঘটনাও। ডাকাতি রুখতে গিয়ে গুলি চালালে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ২৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তবে পাকিস্তানে কোনও উৎসবে এই ধরনের গুলি চালানোর ঘটনার নতুন কিছু নয়। চলতি বছরের জানুয়ারিতে বর্ষবরণের রাতে করাচিতে গুলি চালানোর ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ২৫০ জন। পাকিস্তানের প্রায় প্রতিবছরই উৎসব পালন করতে গিয়ে গুলি চালানোর ঘটনায় এভাবেই বহু মানুষ হতাহত হন।