তুমুল বৃষ্টি রাজধানীতে। দক্ষিণ দিল্লির কালকাজি এলাকায় বৃহস্পতিবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে একটি পুরনো নিমগাছ উপড়ে পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাইকে থাকা ৫০ বছর বয়সি ব্যক্তি, সুধীর কুমার, গাছের নিচে চাপা পড়ে মারা যান। তার সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়া কুমার (২২)। তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি সকাল ১০টা নাগাদ ঘটে। প্রবল বৃষ্টির সময় হঠাৎ করেই একটি বিশাল নিমগাছ উপড়ে গিয়ে বাইক ও আশপাশের কয়েকটি গাড়ির ওপর পড়ে। ঘটনাস্থলে থাকা একটি গাড়ি কোনওরকমে সরে যেতে পারলেও, বাইকটি সম্পূর্ণভাবে গাছের নিচে চাপা পড়ে যায়।
স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। দিল্লি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। আহত দু’জনকে অ্যাম্বুল্যান্সে করে এইমস-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সুধীর কুমারকে মৃত বলে ঘোষণা করেন।
পাশেই থাকা একটি চারচাকা গাড়িও গাছের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের ভিডিয়ো ও ছবিতে দেখা গেছে, বিশাল গাছটি সম্পূর্ণ রাস্তাজুড়ে পড়ে রয়েছে, ফলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
পুরসভা কর্মীরা জেসিবি মেশিন দিয়ে গাছটি সরানোর উদ্যোগ নেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি দমকল কর্মীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর মধ্যেই দিল্লির বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টিতে জল জমে যাওয়ায তীব্র যানজট তৈরি হয়েছে।
এদিকে মৌসম ভবন দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে এবং আরও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।
জল জমার কারণে দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজটের সমস্যা দেখা দিয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশ বিভিন্ন এলাকায় যানজটের সতর্কতা জারি করেছে এবং বিকল্প রুট গ্রহণের পরামর্শ দিয়েছে।
এছাড়া, দিল্লি বিমানবন্দর একটি বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের মেট্রো রেল ব্যবহারের পরামর্শ দিয়েছে যাতে জল জমার কারণে রাস্তায় বিলম্ব এড়ানো যায়।
ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ, বিশেষ করে পুরনো গাছ বা বিদ্যুতের খুঁটি থেকে সাবধান থাকতে বলা হয়েছে।