চুপিচুপি কি বাগদান সেরে নিলেন শচীন পুত্র অর্জুন তেন্ডুলকর! জোর জল্পনা এখন গোটা মুম্বই জুড়ে। দাবি করা হয়েছে, বিশিষ্ট ব্যাবসায়ী পরিবারের মেয়ে সানিয়া চন্দকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান সেরে নিয়েছেন জুনিয়র তেন্ডুলকর। মুম্বইতে অনুষ্ঠিত বাগদান পর্ব ছিল একান্তই ব্যক্তিগত অনুষ্ঠান। যেখানে দুই পরিবারের সদস্য এবং তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই শুধুমাত্র উপস্থিত ছিলেন।
কিংবদন্তি প্রাক্তন ব্যাটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনও একজন ক্রিকেটার। বছর ২৫-এর বাঁহাতি ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং-এও বেশ পোক্ত। অলরাউন্ডার অর্জুন তেন্ডুলকর ঘরোয়া ক্রিকেটে এখন গোয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। জুনিয়র স্তরে মুম্বইয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন। তবে ২০২২-২৩ মরসুম থেকে খেলছেন গোয়ার হয়ে। লাল বলের ক্রিকেটে, অর্জুন এ পর্যন্ত ১৭টি ম্যাচে অংশ নিয়ে করেছেন ৫৩২ রান। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশত রানের ইনিংস রয়েছে। উইকেট তুলে নিয়েছেন ৩৭টি।
অন্যদিকে, অর্জুনের বাগদত্তা সানিয়া চন্দকের প্রোফাইলও বেশ নজরকাড়া। মুম্বইয়ের অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী ঘাই পরিবারের সদস্য। সানিয়া বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। ঘাই পরিবারের রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিন ক্রিমারি। সানিয়া নিজে মুম্বই এর Mr. Paws Pet Spa & Store LLP-র একজন মনোনীত অংশীদার এবং ডিরেক্টর।
অর্জুন-সানিয়ার বাগদান ঘিরে তেন্ডুলকর কিংবা ঘাই পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু জানানো হয়নি। সেলিব্রিটি দুই পরিবারের সদস্যরা হয়ত চেয়েছেন, বাগদান পর্বটি যেন একান্তই ব্যক্তিগত ও গোপন থাকে। তবে সংবাদ মাধ্যমে ইতিমধ্যে তা ফাঁস হয়েছে। আর সেই ”খবর” ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র কৌতূহল, চলছে জোর জল্পনাও।