চলতি বছরের দীপাবলিতে দেশবাসীকে দ্বিগুণ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, খুব শীঘ্রই দেশে নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার হতে চলেছে। অর্থাৎ দেশে শীঘ্রই শুরু হতে চলেছে জিএসটি সংস্কারের কাজ। এই সংস্কারের কাজ মিটলে দেশবাসীর মুখে অবশ্যই হাসি ফুটবে।
এদিন প্রধানমন্ত্রী বলেন, এবার দেশবাসীর কাছে দেওয়ালি হবে ডাবল। আসন্ন দীপাবলিতে সরকারের তরফে একটি বড় উপহার পাবে দেশবাসী।
প্রধানমন্ত্রীর দাবি, গত ৮ বছরে তাঁর সরকার জিএসটি ক্ষেত্রে বড় মাপের সংস্কার করেছে। এই সংস্কারের মধ্য দিয়ে সরকার দেশবাসীর উপর থেকে করের বোঝা অনেকটাই কমিয়েছে। পাশাপাশি কর প্রক্রিয়াকে আরও সহজ ও সরল করেছে। কিন্তু ৮ বছর সময় অনেক। তাই এবার জিএসটি সম্পর্কে পর্যালোচনা করার সময় এসেছে। সেই পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। এই কাজের জন্য ওই কমিটি রাজ্যগুলোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে। তাদের সঙ্গে জিএসটির বিষয়ে আলোচনা করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, খুব শীঘ্রই জিএসটির নেক্সট জেনারেশন আসতে চলেছে। এর ফলে দেশবাসীর উপর করের বোঝা আরও কমবে। জিএসটি সংস্কারের ফলেই করের বোঝা হ্রাস পাবে। মিলবে অতিরিক্ত সুবিধা। করের বোঝা কমায় ছোট শিল্পেরদ্যেগীরাও বড় মাপের সুবিধা পাবেন। যা নিশ্চিতভাবেই দেওয়ালির আগে এক বড় উপহার।