জীবনে একটি চাকরির জন্য মুখিয়ে থাকেন লক্ষ লক্ষ যুবক-যুবতী। এবার সেই নতুন চাকরির বাজারে প্রবেশ করা তরুণ প্রজন্মের জন্য ‘বিকশিত ভারত রোজগার যোজনা’ প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকেই এই প্রকল্প চালুর ঘোষণা করে দিলেন তিনি। প্রধানমন্ত্রী এদিন বলেন, ”আজ থেকেই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা’ চালু করা হচ্ছে।”
কী সুবিধে আছে এই বিশেষ প্রকল্পে?
প্রধানমন্ত্রীর ঘোষণা করা এই প্রকল্পের আওতায় বেসরকারি ক্ষেত্রে প্রথমবার চাকরি পাওয়া প্রত্যেককে কেন্দ্রের পক্ষ থেকে ১৫,০০০ টাকা দেওয়া হবে। তবে সরাসরি টাকা নয়, এই স্কিমের অধীনে নতুন কর্মীরা এক মাসের ইপিএফ পাবেন। দুই ধাপে এই টাকা পাবেন কর্মীরা।যেমন কাজে নিযুক্ত হওয়ার ৬ মাস পর প্রথম ইন্সটলমেন্ট পাওয়া যাবে আর এক বছর কাজ করার পর দ্বিতীয় ইনস্টলমেন্ট পাওয়া যাবে।
এদিন প্রধানমন্ত্রী জানান, ১ লক্ষ কোটি টাকার এই কর্মসূচি দেশের ৩.৫ কোটিরও বেশি মানুষের উপকারে আসবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তথ্য অনুযায়ী গত মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্প অনুমোদন করেছে। গত বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আর্থিক বাজেটে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা’ প্রকল্পের প্রস্তাব রাখা হয়েছিল। দু- বছরে ৩.৫ কোটিরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে, যার মধ্যে ১.৯২ কোটি হবে প্রথমবার চাকরি পাওয়া যুবক-যুবতী।
এই প্রকল্পে যাঁরা চাকরি দিচ্ছেন অর্থাৎ নিয়োগকারীদের জন্যও সহায়তা থাকছে। বলা হয়েছে বেতন সর্বোচ্চ ১ লক্ষ পর্যন্ত হলে নিয়োগকারীকে প্রত্যেক অতিরিক্ত কর্মীর জন্য প্রতি মাসে সর্বোচ্চ ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবং এটা দেওয়া হবে পরবর্তী ২ বছর পর্যন্ত। উৎপাদন শিল্পের ক্ষেত্রে এই সুবিধে তৃতীয় ও চতুর্থ বছরেও বাড়ানো হবে।