রাশিয়া -ইউক্রেন যুদ্ধ থামাতে শুক্রবার রাতে আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করলেন ট্রাম্প। তবে তাঁর দাবি, এখনও বেশ কিছু বিষয়ের মীমাংসা অধরা রয়ে গিয়েছে।
আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিলেন দুই শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন পুতিন এবং ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসু ও ইতিবাচক হয়েছে। পরবর্তী পর্যায়ের আলোচনার জন্য আমাদের কাছে ভালো সুযোগ তৈরি হয়েছে। এই বৈঠক থেকে যে সমস্ত সমাধানসূত্র বেরিয়ে এসেছে সেগুলি নিয়ে তিনি এবার ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ন্যাটোর বন্ধুদের সঙ্গে কথা বলবেন। এখন তাঁদের মতামতের উপরেই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বিরতির বিষয়টি অনেকটা নির্ভর করছে।
ট্রাম্পের দাবি, পুতিনের সঙ্গে বৈঠকে বড় মাপের অগ্রগতি হয়েছে। কিন্তু তাঁরা এখনও কেউই চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারেননি।
ট্রাম্পের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন। রুশ প্রেসিডেন্টের দাবি, তিনি যুদ্ধ বন্ধ করতে অত্যন্ত আগ্রহী। এই যুদ্ধকে ট্রাজেডি হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, যুদ্ধ বন্ধ করতে হলে যুদ্ধ শুরুর মূল কারণগুলি খুঁজে বের করতে হবে। তারপর সেই কারণগুলি দূর করতে হবে। দুই দেশের এই সংঘাতের একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধান পেতে হলে আমাদের সংঘাতের মূল কারণগুলিকে নির্মূল করতে হবে। তবে মূল কারণগুলি কী সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পুতিন।
রুশ প্রেসিডেন্ট সাংবাদিক বৈঠকে আরও বলেন, তিনি আশা করছেন, দুই দেশের এই শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনীয় এবং ইউরোপীয়রা হয়তো বাধা দেবে না। দুই দেশের মধ্যে যুদ্ধ থামানোর জন্য উদ্যোগী হওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন।
