এক ন্যক্কারজনক ঘটনার সাক্ষী থাকল রাজধানী দিল্লি। ৩৯ বছরের এক ছেলে তার নিজের ৬৫ বছর বয়সি মাকে দুবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। গ্রেফতার হল গুণধর ছেলে। দিল্লির হাউজ ক্বাসি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছেলে দাবি করেছে যে, সে নাকি মাকে ‘শাস্তি’ দিচ্ছিল তার অতীত সম্পর্কের জন্য। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় নিন্দার ঝড় উঠেছে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, ওই মহিলা তাঁর স্বামী এবং ছোট মেয়েকে নিয়ে গত ১৭ জুলাই সৌদি আরবে ধর্মীয় সফরে যান। সেই সময় অভিযুক্ত ছেলে তার বাবাকে ফোন করে মায়ের বিরুদ্ধে নানা অভিযোগ করে। বাবাকে সে বলে, মাকে অবিলম্বে ডিভোর্স দিতে। ছেলে দাবি করে, তার শৈশবে নাকি মা অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন।
১ অগস্ট দিল্লি ফিরে আসার পর থেকেই মহিলার ওপর নির্যাতন শুরু হয়। অভিযোগ অনুযায়ী, ছেলে প্রথমে মাকে একটি ঘরে আটকে রাখে শারীরিক নির্যাতন করে। এরপর ১১ অগস্ট রাত সাড়ে ৯টার দিকে সে আবার মাকে আলাদা ডেকে ঘরে বন্দি করে ধর্ষণ করে বলে অভিযোগ।
অভিযুক্ত তখনও মাকে বলে, তার “অতীত সম্পর্কের শাস্তি” দিচ্ছে। শুধু তাই নয়, ১৪ অগস্ট ভোররাত সাড়ে ৩টার সময় আবারও একই কাণ্ড ঘটায় ছেলে।
নৃশংসতার শিকার ওই মা এরপর সাহস করে তার ছোট মেয়ের কাছে ঘটনার সব জানান। মেয়ে তাকে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেয়। অবশেষে মা ও মেয়ে মিলে হাউজ ক্বাসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলার শারীরিক ও মানসিক অবস্থার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।