২২ অগস্ট তিনটি নতুন মেট্রো রুট প্রকল্পের উদ্বোধন করতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রেল মন্ত্রকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। জোর কদমে শুরু হয়েছে ৩ মেট্রো রুটের উদ্বোধনের প্রস্তুতি।
আগামী শুক্রবার অর্থাৎ ২২ অগস্ট শিয়ালদহ-এসপ্ল্যানেড, নোয়াপাড়া- জয় হিন্দ বা এয়ারপোর্ট এবং বেলেঘাটা- হেমন্ত মুখোপাধ্যায় এই তিনটি রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যশোর রোড মেট্রো স্টেশনে ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রেলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।
ওই আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ভারত সরকার পশ্চিমবঙ্গের ট্রেন পরিষেবা ও তার পরিকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
রেলমন্ত্রকের পাঠানো ওই আমন্ত্রণপত্রে বাংলার রেলের পরিকাঠামো উন্নয়নে মোদি সরকার কী ধরনের কাজ করেছে তার বিস্তারিত উল্লেখ রয়েছে। বাংলায় রেলের জন্য মোদি সরকার কত টাকা বরাদ্দ করেছে সে কথাও জানানো হয়েছে চিঠিতে। রেল মন্ত্রকের দেওয়া ওই চিঠিতে রীতিমতো পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে, বর্তমানে বাংলায় ৮৩ হাজার ৭৬৫ কোটি টাকার কাজ চলছে। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গকে ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা একটি রেকর্ড। বাংলার ১০১টি রেল স্টেশনকে বিশ্বমানের রেলস্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে।
ওই আমন্ত্রণপত্রে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ৯টি বন্দে ভারত এবং দুটি অমৃত ভারত ট্রেন চালু আছে।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা, মাঝে বউবাজার স্টেশনের জন্য দীর্ঘদিন ধরেই থমকে আছে। ওই লাইনে বর্তমানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেন চলাচল করে। শিয়ালদহ এসপ্ল্যানেড অংশটি জুড়ে গেলে হাওড়া ময়দান- সেক্টর-৫ মেট্রো রুটের যাত্রীসংখ্যা বিপুল বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ মেট্রোর এই রুটটি বাংলার তথ্য প্রযুক্তি হাব সেক্টর ফাইভে গিয়ে পৌঁছেছে। তবে মেট্রো রেলের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে রাজ্যের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।