দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে তৎপর ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভারত-পাকিস্তান-সহ বিভিন্ন দেশের মধ্যে চলা যুদ্ধ বা সংঘাতের অবসান করতে তিনি বিশেষ ভূমিকা নিয়েছেন। গত মে মাসে ভারত ও পাকিস্তান পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কিন্তু আমেরিকা বা তাঁর চেষ্টাতেই সেই ভয়ঙ্কর যুদ্ধ হয়নি। তবে শুধু ভারত-পাকিস্তান নয় গত ছয় মাসে তিনি ৬টি যুদ্ধ বন্ধ করেছেন বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, গত ছয় মাসে আমি ৬টি যুদ্ধ বন্ধ করেছি। শুধু যুদ্ধ বন্ধ করাই নয়, আমি শান্তি স্থাপন করেছি। আমার একমাত্র লক্ষ্য হল, মানুষের জীবন বাঁচানো। এজন্য আমি গর্ববোধ করি। এরপরই ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে শান্তি স্থাপনে তিনি যে বিশেষ ভূমিকা নিয়েছেন তার জন্য অবশ্যই তাঁকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। ট্রাম্পের এই বক্তব্যকে ঠারেঠোরে সমর্থন করেছেন অনেকেই।
ট্রাম্পের দাবি, তিনি থাইল্যান্ড- কম্বোডিয়া, ইরান-ইজরায়েল, রোয়ান্ডা-কঙ্গো সার্বিয়া-,কসোভো এবং মিশর ও ইথিওপিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছেন। ট্রাম্পের দাবি ক্ষমতায় আসার পর গড়ে তিনি প্রতি মাসে একটি করে যুদ্ধ থামিয়েছেন।
ট্রাম্প প্রথম থেকেই ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করে আসছেন। যদিও ভারত সরাসরি ট্রাম্পের সেই দাবি যেমন মেনে নেয়নি তেমন খারিজও করেনি। রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষ থামাতে বিশেষ উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই লক্ষ্যে শুক্রবার প্রেসিডেন্ট ও পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।
Leave a comment
Leave a comment