বলিউড ও দক্ষিণী তারকাদের যৌথ উপস্থিতি, অ্যাকশনে ভরপুর গল্প আর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির আবেগ, সব মিলিয়ে মুক্তির প্রথম দিনেই রেকর্ড ভেঙে দিল ‘ওয়ার ২’। অয়ন মুখার্জি পরিচালিত এই বহু প্রতীক্ষিত ছবি ১৪ অগস্ট বৃহস্পতিবার বহু ভাষায় একসঙ্গে মুক্তি পায়। রাজনীতিক প্রতিযোগী ছবি রজনীকান্তের ‘কুলি’ দক্ষিণী বাজারে আধিপত্য করলেও, হিন্দি ও তেলেগু ভাষার দর্শক টেনে নিয়েছে ‘ওয়ার ২’।
একটি রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র ভারতের বাজার থেকেই প্রথম দিন ৫২ কোটি টাকা আয় করেছে ‘ওয়ার ২’। বিশাল বাজেট ও মিশ্র প্রতিক্রিয়ার মাঝেও এই কালেকশন প্রমাণ করেছে দর্শকদের প্রবল আগ্রহ। ভিকি কৌশলের ব্লকবাস্টার ‘ছাভা’ প্রথম দিনে ৩৩.১০ কোটি টাকা আয় করেছিল। সেই ছবিকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে ‘ওয়ার ২’।
তারকা জুটি হৃতিক-জুনিয়র এনটিআরের অ্যাকশন ঝড়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া হয়েছে।
প্রযোজনা সংস্থার স্পাইভার্স ফ্র্যাঞ্চাইজিতে ‘ওয়ার ২’ জায়গা করে নিয়েছে তৃতীয় স্থানে। এর আগে থাকা ছবিগুলি, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘টাইগার ৩’—সবকেই পিছনে ফেলেছে এই সিনেমা। বর্তমানে শুধুমাত্র শাহরুখ খানের ‘পাঠান’ ৫৭ কোটি এবং হৃতিকের আগের ছবি ‘ওয়ার’ ৫৩.৩৫ কোটি এর থেকে এগিয়ে রয়েছে।
যদিও প্রথম দিনে ‘কুলি’-কে হারাতে পারেনি, তবুও ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং ছবি হয়ে উঠেছে ‘ওয়ার ২’। হৃতিক রোশনের সর্বকালের সেরা ওয়ার্ল্ডওয়াইড ওপেনিং
প্রথম দিনেই বিশ্বব্যাপী ৮৪ কোটি টাকা আয় করেছে এই ছবি, যা হৃতিকের আগের ছবি ‘ওয়ার’-এর ৭৮ কোটির রেকর্ড ভেঙে দিয়েছে। এটাই তাঁর কেরিয়ারের সেরা বিশ্বব্যাপী ওপেনিং।
এই ছবির মাধ্যমেই কিয়ারা আডবানির কেরিয়ারের সর্বোচ্চ ওপেনিং হয়েছে। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ এবং ‘কবীর সিং’-এর রেকর্ডকেও ভেঙে দিয়েছে ‘ওয়ার ২’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই শুধুমাত্র ভারতের বাজার থেকে ছবিটি ১৭০ কোটির বেশি আয় করেছে। এতে স্পষ্ট, দর্শক টানতে সক্ষম হয়েছে হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবানির তারকা জুটি। ছবিতে আরও রয়েছেন অনিল কপূর ও অশুতোষ রানা।
এক কথায়, ‘ওয়ার ২’ শুধু ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় উচ্চতায় নিয়ে যায়নি, বরং বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকাদের যুগলবন্দি দর্শকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে।
