অনেকটা সেই বিগবসের মত বিশ্বের প্রতিটি ঘটনার উপর নজর রাখে আমেরিকা, বহুল প্রচলিত এই চর্চাতেই সিলমোহর দিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও।সদ্য এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে রুবিও এক প্রশ্নের উত্তরে রুবিও জানিয়েছেন, “প্রতিদিন আমরা পাকিস্তান ও ভারতে কী ঘটছে, কম্বোডিয়া ও থাইল্যান্ডে কী ঘটছে—সব কিছুর ওপর নজর রাখি।”
সদ্য হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম দাবি করেছেন যে তিনি থাইল্যান্ড- কম্বোডিয়া, ইরান-ইজরায়েল, রোয়ান্ডা-কঙ্গো সার্বিয়া-, কসোভো এবং মিশর ও ইথিওপিয়ার মধ্যে যুদ্ধ থামিয়েছেন। ট্রাম্পের দাবি ক্ষমতায় আসার পর গড়ে তিনি প্রতি মাসে একটি করে যুদ্ধ থামিয়েছেন। ট্রাম মনে করেন এইসব যুদ্ধ থামিয়ে বিশ্বজুড়ে শান্তি স্থাপনে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন এবং সেজন্য তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত।
ট্রাম্পের সেই যুদ্ধ থামিয়ে রাখার সুরই শোনা গেছে মার্কো রুবিও কথায়।তবে তিনি এটাও স্বীকার করেছেন যে দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি বজায় রাখা প্রায়শই কঠিন হয়ে দাঁড়ায়।তাঁর দাবি, আমেরিকা সংঘাত হলেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে, তবে যুদ্ধ চলতে থাকলে আলোচনার সুযোগটাই কমে যায়। এই প্রসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন এবং জানান রাশিয়া হামলা চালানো বন্ধের বার্তা মেনে নেয়নি।
এর আগে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে তাঁর বিশেষ ভূমিকা আছে বলে বারবার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।যদিও নয়াদিল্লি বারবার বলেছে,পাকিস্তানের সঙ্গে সমস্যা সমাধানে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার ভূমিকা নেই।এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ থামাতে অনেকটাই তৎপর ডোনাল্ড ট্রাম্প।তবে শুধু রাশিয়া-ইউক্রেন নয় গোটা বিশ্বের পরিস্থিতিই যে তাদের নজরে থাকে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সেই বার্তাটাই দিতে চেয়েছেন মার্কো রুবিও।
Leave a comment
Leave a comment
