ব্যস্ত খড়গপুর রেলস্টেশনে মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। লোহার বিম পড়ে মৃত্যু হয়েছে বছর আটের এক ভবঘুরে শিশুর। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, হতভাগ্য শিশুটি বিমের নিচে খেলা করছিল। আর সেই সময়ই আচমকা সেটি ভেঙে পড়ে। বিমের তলা চাপা পড়া রক্তাক্ত শিশুকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে।
স্টেশনের ৫ ও ৬ নম্বর প্লাটফর্মের মাঝে ছিল লোহার বিমটি। রেল সূত্রে জানা যায়, খড়গপুর স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজের জন্যেই রাখা ছিল লোহার বিমটি। কোনও কারণে এদিন দুর্ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক দুর্ঘটনার ছবি ধরা পড়েছে প্লাটফর্মের থাকা সিসিটিভিতেও।
জানা যায়, ওই ভবঘুরে শিশুটি স্টেশনে তার বাবা মার সঙ্গেই থাকতো। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে আসে রেল পুলিশ, শিশুটিকে উদ্ধার করে তাঁরাই হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। মৃত শিশুটির নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
ব্যস্ত রেলস্টেশনে ভবঘুরে শিশুটির মর্মান্তিক মৃত্যুতে সরব হয়েছেন স্থানীয়দের একাংশ। রেলের বিরুদ্ধে নজরদারির অভাব ও গাফিলতির অভিযোগও তোলা হয়েছে। খড়গপুরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে রেলের কাজ চলাকালীন লোহার বিমটি কেন ভেঙে পড়ল তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। পরে রেল পুলিশের কর্তারা তাঁদের তদন্তে সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।