এই বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা চালু হচ্ছে। সেই উপলক্ষেই বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে চুঁচুড়ার রবীন্দ্রভবনে এক প্রস্তুতি সভার আয়োজন করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কে সম্যক ধারণা দিতেই দ্বাদশ শ্রেণীতে আয়োজিত হবে প্রথম পরীক্ষা যা থার্ড সেমিস্টার হিসেবে গণ্য করা হয়েছে। ৮ই সেপ্টেম্বর থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত থার্ড সেমিস্টার চলবে বলে জানানো হয়েছে সংসদ সূত্রে।
প্রসঙ্গত, ২০২৬ শিক্ষাবর্ষে মোট চারটি সেমিস্টারের মধ্যে দিয়ে সম্পন্ন হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যার মধ্যে দুটি সেমিস্টার একাদশ শ্রেণীতে এবং বাকি দুটি সেমিস্টার দ্বাদশ শ্রেণীতে হবে বলেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর।
এবারের পরীক্ষায় আরো একটি নবতম সংযোজন হল ওএমআর শিটের ব্যবহার। পশ্চিমবঙ্গে বাংলা মাধ্যম স্কুলগুলিতে এই প্রথম যার সম্মুখীন হবে পড়ুয়ারা ওএমআর শিটে প্রথম তিনটি ধাপে থাকবে পরীক্ষার্থীদের নাম, রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর। সেখানে যে কোন প্রকার ভুল হলে বাতিল হতে পারে পরীক্ষাও।
তাই আগাম সর্তকতা হেতু বিভিন্ন বাংলা মাধ্যম উচ্চ বিদ্যালয় গুলির প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন, যেখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় সকলকে। উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, সম্পাদক প্রিয়দর্শিনী মল্লিক। তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের নম্বর যোগ করে পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। হাতে সময় কম, তাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ওএমআর শিটের সাহায্যে পরীক্ষার প্রশিক্ষণ দেবেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই।