অভিনেতা রাম চরণ তাঁর আসন্ন তেলুগু ছবি ‘পেদ্দি’-র জন্য একটি নতুন লুক নিয়ে এসেছেন। যা নিয়ে ইতিমধ্যেই রাম চরণের ফ্যানদের মধ্যে চলছে তুমুল আলোচনা।
সদ্য প্রকাশিত ওই ছবিতে রাম চরণকে একটি শক্তিশালী এবং রুক্ষ চেহারায় দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ছবি অনেকেরই নজর কেড়েছে।
ওই ছবিতে পেশীবহুল রাম চরণকে দেখা গিয়েছে। মুখে রয়েছে ঘন দাড়ি এবং খোঁপাবাঁধা চুল। রাম চরণের নতুন লুকই প্রমাণ করছে, পেদ্দি ছবিতে অভিনয়ের জন্য তিনি কতটা আন্তরিক এবং কি গভীরভাবে তার প্রস্তুতি নিচ্ছেন। ইনস্টাগ্রামে ওই ছবি পোস্ট করে রাম চরণ লিখেছেন, পেদ্দির জন্য পরিবর্তন শুরু। খাঁটি সাহস ও সত্যিকারের আনন্দ।
পেদ্দি ছবিটি পরিচালনা করছেন বুচি বাবু সানা। সম্ভবত ২০২৬ সালে মুক্তি পাবে এই ছবি।
‘পেদ্দি’ ছবিতে রাম চরণের নতুন লুকের জন্য ভক্তরা উচ্ছ্বসিত। ভক্তদের দাবি, নতুন ছবি পেদ্দির জন্য রাম চরণ তাঁর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রাম চরণের এই নতুন লুক তার প্রমাণ। আর এক ভক্ত লিখেছেন,”তিনি ফিরে এসেছেন। সবাই তাঁকে গেম চেঞ্জারের জন্য ট্রোল করেছিল। কিন্তু এখন তিনি আবার ফিরে এসেছেন। জয় চরণ জয় জয় চরণ।”
রাম চরণের ভক্তদের আশা, পেদ্দি নিশ্চিতভাবেই সুপারহিট হবে। রাম চরণ ছাড়াও এই ছবির প্রধান ছবিতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর, জগপতি বাবু, শিব রাজকুমার এবং দিব্যেন্দু।
রামনবমীর দিনে নির্মাতারা ‘পেদ্দি ফাস্ট শট’ শিরোনামে একটি টিজার প্রকাশ করেছে। ওই টিজারে রাম চরণকে রুক্ষ মেজাজে দেখা গিয়েছে। দেখা গিয়েছে, রুক্ষ মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। বিড়ি জ্বালাতে জ্বালাতে বলছেন, আমার বেঁচে থাকার জন্য কেবল একটা জীবন আছে। আমি এর সর্বোচ্চ ব্যবহার করতে চাই। ছবির এই টিজার ইতিমধ্যেই ভক্তদের মন কেড়ে নিয়েছে। চলচ্চিত্র প্রেমীদের মধ্যে তৈরি করেছে উন্মাদনা।
ছবিটি প্রযোজনা করছেন ভেঙ্কট সতীশ কিলারু। এই ছবির উপস্থাপনায় রয়েছে মিথ্রি মুভি মেকার্স এবং সুকুমার রাইটিং। ২০২৬ সালের ২৭ মার্চ এই ছবিটি মুক্তি পেতে পারে। ছবি মুক্তির জন্য এই দিনটি বেছে নেওয়ার পিছনে রয়েছে বিশেষ পরিকল্পনা। কারণ ২৭ মার্চ রাম চরনের জন্মদিন।
