ঘোষিত হল এশিয়া কাপের ভারতীয় দল। প্রত্যাশামতোই দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সেই সঙ্গে এশিয়া কাপের দলে ঠাঁই পেয়েছেন জশপ্রীত বুমরাহ। তবে এশিয়া কাপের ভারতীয় দলে সবথেকে চমকপ্রদ যে নামটি তা হল শুভমান গিল। মনে করা হচ্ছিল, ভারতের টেস্ট অধিনায়ক হয়ত এশিয়া কাপের দলে থাকবেন না। বোর্ডের একটি সূত্র তেমনিই ইঙ্গিত দিয়েছিল।
তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার গিলকে রেখেই ১৫ জনের স্কোয়াড ঘোষণা করলেন নির্বাচকরা। এদিন মুম্বইতে বেলা দেড়টা নাগাদ এশিয়া কাপের দল ঘোষণা করার কথা ছিল বিসিসিআইয়ের। কিন্তু ভারী বৃষ্টির কারণে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়ার এসে পৌঁছতে দেরি হয়। অবশেষে অধিনায়ক সূর্যকুমার যাদবকে পাশে বসিয়ে পৌনে তিনটে নাগাদ দল ঘোষণা করলেন প্রধান জাতীয় নির্বাচক অজিত আগরকার।
এ দিকে উল্লেখযোগ্য ঘটনা হল, আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও টি-টোয়েন্টি ফরম্যাটে হতে চলা এশিয়া কাপের দলের জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। দলে ঠাঁই পাননি যশস্বী জয়সওয়ালও। উল্টোদিকে শুভমান গিলকে শুধু দলেই রাখা হয়নি। টিম ইন্ডিয়ার সহ অধিনায়কও তিনি। এ ছাড়া দলে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং সঞ্জু স্যামসন। তরুণদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে রিঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে।
ভারত এশিয়া কাপ খেলবে কি না তা নিশ্চিতই ছিল না এক সময়। অনেক জলঘোলার পর দল পাঠাতে রাজি হয়েছে বিসিসিআই। আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহীতে এ বারের এশিয়া কাপ আয়োজিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
এক নজরে এশিয়া কাপে ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা এবং রিঙ্কু সিং।
