উপরাষ্ট্রপতি পদে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সমর্থন করবে আম আদমি পার্টি। তৃণমূল নেতৃত্ব অরবিন্দ কেজরিওয়ালের দলের কাছ থেকে একরকম সম্মতি আদায় করে নিয়েছে। বিরোধীদের ইন্ডিয়া জোটে না থাকলেও আপ-এর শীর্ষ নেতৃত্ব উপরাষ্ট্রপতি নির্বাচনে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সুদর্শন রেড্ডিকে সমর্থন করবে বলে জানিয়েছে। ৭৯ বছর বয়সি এই প্রবীণ আইনজ্ঞের সঙ্গে এবার মোকাবিলা হবে শাসক এনডিএ জোটের রাজনৈতিক প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের। আগামী ৯ সেপ্টেম্বর হবে উপরাষ্ট্রপতি নির্বাচন।
তৃণমূল সূত্রে খবর, দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন মঙ্গলবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করে কথা বলেছেন। সেখানে তাঁদের মধ্যে মিনিট ৪৫ কথা হয়। সেই বৈঠকেই আপ প্রধান কেজরিওয়ালের সম্মতি মেলে। সংসদের দুই কক্ষে আম আদমি পার্টির সাংসদ রয়েছেন ১৩ জন। এঁদের মধ্যে ১০ জন রাজ্যসভার। বাকি ৩ জন লোকসভার সাংসদ। আপ-এর এই ১৩টি ভোট পড়বে অরাজনৈতিক ব্যক্তিত্ব সুদর্শন রেড্ডির সমর্থনে।
আপ নেতৃত্বর সঙ্গে কথা বলে, বিরোধী ব্লক তাদের পছন্দের প্রার্থীর জন্য সমর্থন আদায় করেছে। তবে ওড়িশার বিজু জনতা দল এবং অন্ধ্রের YSRCP নেতৃত্বের কাছে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে কোনও বার্তা পৌঁছয়নি। যদিও জগনমোহন রেড্ডির YSRCP ইতিমধ্যেই ঘোষণা করেছে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করবে।
উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া ব্লকের দলগুলি নিজেদের মধ্যে বৈঠক করেছে। বিকেল সা়ড়ে পাঁচটা থেকে শুরু হওয়া সেই বৈঠক গড়িয়েছে রাত ১০ টা পর্যন্ত। বৈঠকের যাবতীয় প্রস্তাব ও সিদ্ধান্ত অবহিত করানো হয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
উপরাষ্ট্রপতি নির্বাচনের লড়াইতে ইন্ডিয়া ব্লকের প্রার্থী সুদর্শন রেড্ডি ভোটের অঙ্কে বেশ পিছিয়ে। তা সত্ত্বেও সঙ্ঘ ঘনিষ্ঠ প্রাক্তন রাজনীতিবিদের বিরুদ্ধে অরাজনৈতিক ব্যক্তিকেই বেছেছেন বিরোধী নেতারা। একই সঙ্গে উস্কে দিয়েছেন তামিলনাড়ুর সঙ্গে অন্ধ্রপ্রদেশের লড়াই। কারণ এনডিএ প্রার্থী তথা মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন যেমন তামিলনাড়ুর, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি তেমন অন্ধ্রপ্রদেশের।
একদিকে রাধাকৃষ্ণনকে প্রার্থী বাছাই করে বিজেপি যদি এমকে স্ট্যালিনের ডিএমকেকে ‘ধর্ম সংকটে’ ফেলে, তাহলে সুদর্শন রেড্ডিকে প্রার্থী করে ইন্ডিয়া ব্লকও চাইছে চন্দ্রবাবু নাইডুর টিডিপিকে চাপে রাখতে। দুই রাজ্যের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে যুযুধান দুই জোট নেমেছে ভূমিপুত্রের রাজনীতিতে। যদিও উপরাষ্ট্রপতি পদের নির্বাচনকে ইন্ডিয়া ব্লক তুলে ধরছে দুই বিচারধারার মধ্যে লড়াই। দুই আদর্শের যুদ্ধ। ইন্ডিয়া জোটের আরও দাবি, লড়াইটা বিজেপির ‘সাম্প্রদায়িক’ নীতির বিরুদ্ধে বিরোধীদের ‘ধর্মনিরপেক্ষতা ও সংবিধান রক্ষার’।
