সত্যেন পাল
সুন্দরবন টাইগার রিজার্ভের পরিধি আরও কিছুটা বৃদ্ধি করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। এবার দক্ষিণ ২৪ পরগনা ফরেস্ট ডিভিশনের তিনটি রেঞ্জকে সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে আনার প্রস্তাবে শিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। আর এই উদ্যোগের জেরে এবার সুন্দরবনও হতে পারে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ। অন্ধ্রপ্রদেশের নাগার্জুনসাগর-শ্রীসাইলাম টাইগার রিজার্ভের পরেই সুন্দরবনের স্থান হতে পারে এবার।
তবে এই প্রস্তাব প্রায় এক দশক আগের। ২০১২-১৩ সালে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। এতদিনে তাতে পড়ল শিলমোহর। তবে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হয়েছিল মাস খানেক আগে। পরিধিগতভাবে বেড়ে যাবে সুন্দরবন। রায়দিঘি, মাতলা আর রামগঙ্গা এই তিনটি রেঞ্জ যুক্ত হবে সুন্দরবনের সঙ্গে। সব মিলিয়ে প্রায় ১০৪৪ বর্গ কিমি এলাকা চলে আসবে সুন্দরবনের মধ্যে। সেক্ষেত্রে সুন্দরবনের আওতায় চলে আসবে ৩৬০০ বর্গ কিমি এলাকা। অন্ধ্রপ্রদেশের নাগার্জুনসাগর-শ্রীসাইলাম টাইগার রিজার্ভের মধ্যে রয়েছে ৩৭০০ বর্গ কিমি এলাকা। বর্তমানে সুন্দরবনের টাইগার রিজার্ভ এলাকায় রয়েছে ২৫৮৫ বর্গ কিমি এলাকা। বর্তমানে এই সুন্দরবন টাইগার রিজার্ভ হল দেশের মধ্যে ষষ্ঠ বৃহত্তম টাইগার রিজার্ভ।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবে সায় দিয়েছে। এবার নোটিফিকেশন জারি করতে পারে রাজ্য সরকার। তারপর বেঙ্গল ও ন্যাশানাল টাইগার কনসারভেশন অথরিটি ঠিক করবে ওই টাইগার রিজার্ভের কতটা কোর এলাকার মধ্যে থাকবে আর কতটা বাফার জোনের মধ্যে থাকবে।
সুন্দরবনের যে অংশটি ভারতের মধ্যে রয়েছে সেখানে বর্তমানে ১০১টি বাঘ রয়েছে। ৮০টি আছে টাইগার রিজার্ভে, বাকিটা দক্ষিণ ২৪ পরগনা ডিভিশনের মধ্যে। অভিজ্ঞমহলের মতে, এই নয়া উদ্যোগের মাধ্যমে উপকার হবে বাঘেদেরও। টাইগার ম্যানেজমেন্টের ক্ষেত্রে সুবিধা হবে। কেন্দ্রীয় ফান্ডও আরও বেশি করে মিলবে। বাঘ সংরক্ষণের ক্ষেত্রে আরও আধুনিক পদ্ধতি অবলম্বন করা যাবে। সব মিলিয়ে সুন্দরবনের জন্য ইতিবাচক উদ্যোগ।
