আসন্ন কাফা নেশনস কাপের জন্য বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির শুরু করেছে ভারতীয় ফুটবল দল। নয়া কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে শুরু হয়েছে ক্যাম্প। কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও জাতীয় দলের অনুশীলনে ফুটবলার ছাড়েনি বাংলার দুই প্রধান। আর এবার সেই নিয়ে এবং শুভাশিস বসুর চোটকে কেন্দ্র করে নতুন করে সংঘাতে জড়াল মোহনবাগান সুপার জায়ান্টস এবং এআইএফএফ। সবুজ–মেরুন শিবিরের দাবি, গত মার্চে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পরই চোট পেয়েছিলেন তাদের অধিনায়ক। অন্যদিকে ফেডারেশনের বক্তব্য, চোট ধরা পড়েছিল আইএসএল ফাইনালে খেলার সময়ই।
মোহনবাগানের অভিযোগ, “জাতীয় দলে গিয়ে আমাদের ফুটবলার চোট নিয়ে ফিরছে, অথচ ফেডারেশনের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয় না তারপর থেকে।” ক্লাব আরও জানিয়েছে, ফিফার আন্তর্জাতিক উইন্ডোর বাইরে খেলোয়াড় ছাড়ার বাধ্যবাধকতা নেই, তাই জাতীয় শিবিরে ফুটবলার পাঠাতে তারা আপত্তি জানিয়েছে।
ফেডারেশনের পাল্টা দাবি, বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শুভাশিস পুরোপুরি ফিট ছিলেন। পরে আইএসএল সেমিফাইনাল এবং ফাইনালেও পূর্ণ সময় খেলেছেন তিনি। জাতীয় ক্যাম্পে যোগ দেওয়ার পরে এক–দু’দিন অনুশীলনের পর তাঁর চোট ধরা পড়ে। এআইএফএফ -এর অভিযোগ, খেলোয়াড়ের মেডিক্যাল রিপোর্ট বা চিকিৎসার খুঁটিনাটি ক্লাব তাদের জানায়নি। এই বিষয়ে সামাজিক মাধ্যমে বার্তাও দিয়েছে ফেডারেশন।
শুভাশিসের চোটের সময়কাল নিয়ে এই টানাপোড়েন আবারও সামনে আনল ভারতীয় ফুটবলে ক্লাব–ফেডারেশন দ্বন্দ্বের পুরনো ছবি। অন্যদিকে ইস্টবেঙ্গলের দাবি, ডুরান্ডের নকআউট পর্ব না মিটলে খেলোয়াড় ছাড়তে পারবে না তারা। সবমিলিয়ে শুরুতেই ক্লাবগুলির অসহযোগিতায় কড়া চ্যালেঞ্জের মুখে কোচ খালিদ।