দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তাঁর পরিবারকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করায় রাহুল গান্ধীর নিন্দায় সরব হল আইএএস অফিসারদের সংগঠন। সংগঠনের তরফে এক এক্স পোস্টে লেখা হয়েছে, দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তাঁর পরিবারকে রাহুল গান্ধী যেভাবে আক্রমণ করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। আমাদের অনুরোধ, প্রত্যেকেই যেন নিজেদের শালীনতা বজায় রাখেন। একে অপরের প্রতি শ্রদ্ধা রাখেন। দেশের প্রতি জ্ঞানেশ কুমারের যে অবদান রয়েছে সে কথাও মাথায় রাখতে হবে।
উল্লেখ্য, বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল। তিনি বলেছেন, বিজেপির নির্দেশেই নির্বাচন কমিশন ভোট চুরির খেলা শুরু করেছে। অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার প্রথম থেকেই রাহুলের তোলা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, রাহুলকে তাঁর অভিযোগের সপেক্ষে হলফনামা পেশ করতে হবে। যা নিয়ে বিরোধী দলনেতা ও নির্বাচন কমিশনের মধ্যে বিরোধ চরমে ওঠে। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মুখ্য নির্বাচন কমিশনার অভিযোগ করেন। জ্ঞানেশ কুমারের দাবি, ভোট চুরি এবং কমিশন সেই কাজে যুক্ত বলে রাহুল যে অভিযোগ করেছেন তার কোনও ভিত্তি নেই। বরং এটা সংবিধানের প্রতি অসম্মান।
কমিশনের এই বক্তব্যের প্রেক্ষিতেই কংগ্রেস কড়া ভাষায় আক্রমণ করে জ্ঞানেশ কুমারকে। তাদের পাল্টা অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার বিজেপির মুখপাত্রের মতো কথা বলছেন। বিহারে ভোটার তালিকা নিয়ে তাদের তোলা প্রশ্নগুলি কৌশলে এড়িয়ে যাচ্ছেন। রাহুল অভিযোগ করেন, বিহারে বিজেপির জয় নিশ্চিত করতে ভোটার তালিকা নিবিড় সংশোধনের মাধ্যমে বহু ভোটারের নাম বাদ দিয়ে নতুন কিছু ভোটারের নাম জুড়ে ভোট চুরি করতে চাইছে কমিশন।
Leave a comment
Leave a comment
