বঙ্গের আকাশে ফের গভীর দুর্যোগের ঘন কালো মেঘ। আরও শক্তিশালী হয়েছে নিম্নচাপ। লাগাতার বৃষ্টি চলছে। পুজোর আগে হাওয়া অফিসের পূর্বাভাস চিন্তা আরও বাড়াচ্ছে। একটানা ৫ দিন বড় খেলা দেখাবে আবহাওয়া। বৃষ্টিতে ভেসে যাবে একাধিক জেলা।
ফের সক্রিয় হয়েছে বর্ষা। যার জেরে আবার ভোগান্তি। আবারও জল বাড়ার পূর্বাভাস বন্যা কবলিত এলাকাগুলিতে। কয়েকদিন আগেই ভেসে গিয়েছিল খানাকুল, আরামবাগ-সহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। বহু এলাকায় বাড়ি ঘর হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে দুর্গতদের। উত্তরবঙ্গের তিস্তা সংলগ্ন এলাকাগুলি লাল সতর্কতা জারি হয়েছিল। ক্রমাগত বৃষ্টিতে জল পেয়ে দুকুল ছাপিয়ে গিয়েছিল গোটা এলাকা। সেই কয়েকদিনের মধ্যেই আবারও ঘনঘোর বৃষ্টি।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী পাঁচ দিন টানা ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার উপকূলে ভারী বর্ষণের পূর্বাভাস। কলকাতা ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শুক্র ও শনিবার বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। শুক্রবার বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, জলপাইগুড়িতে। শনিবার বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মালদহ, দক্ষিণ দিনাজপুরে। রবিবার বৃষ্টি হবে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুরে।