বৃহস্পতিবার ঘনিয়েছিল ধোঁয়াশা। শুক্রবার সেই ধোঁয়াশা পরিণত হল মেঘে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -এর আগে নতুন করে অনিরুদ্ধ থাপার চোট নিয়ে আশঙ্কার মেঘ সবুজ-মেরুনে।
শুক্রবার অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় বাগান শিবিরকে। বৃহস্পতিবার কঠোর অনুশীলনের পর এদিন খানিক আগেই খেলোয়াড়দের ছেড়ে দেন কোচ মোলিনা। তবে সবাই অনুশীলন করলেও গোটা সময়টা মেডিক্যাল রুমেই কাটালেন অনিরুদ্ধ থাপা।
থাপার চোট নিয়ে সরাসরি কিছু না বলা হলেও মনে করা হচ্ছে তেমন গুরুতর নয় তাঁর চোট। মূলত ডান পায়ের পেশিতে কিছু সমস্যা রয়েছে তাঁর। বৃহস্পতিবার অনুশীলনের মাঝপথেই বেরিয়ে এসেছিলেন তিনি। তারপর হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে ফিরতে দেখা যায় তাঁকে। এদিন তাই সব নজর ছিল বাগান মিডফিল্ডারের দিকেই।
শুরু থেকেই ফিজিওদের তত্ত্বাবধানে আইস ম্যাসাজ ও চিকিৎসা চলে তাঁর। অনুশীলন শেষে হয়ে যাওয়ার মিনিট তিরিশ পর বেরোতে দেখা যায় থাপাকে। বৃহস্পতিবার শুভাশিস বসু এবং মনবীর সিং বল পায়ে অনুশীলন করলেও শুক্রবার বেশিরভাগ সময়ই জিমে কাটালেন মনবীর। একবারে শেষের দিকে মাঠে নেমে সাইডলাইনে দৌড়তে দেখা যায় তাঁকে। অন্যদিকে অধিনায়ক শুভাশিসও অনুশীলন শেষ হওয়ার অনেক আগেই বেরিয়ে যান। তবে দীর্ঘদিন চোটের কারণে সাইডলাইনে থাকলেও এদিন বল পায়ে অনুশীলন করেন কিয়ান নাসিরি।
সবমিলিয়ে এএফসির টুর্নামেন্টে নামার আগে কত দ্রুত মাঠে ফেরেন থাপা সেটাই এখন দেখার। অন্যদিকে সামনে কোনও প্রতিযোগিতা না থাকায় জাতীয় দলের শিবিরের জন্য আনোয়ার আলি, নাওরেম মহেশ ও জিকসন সিংকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল।