মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সার্জিও গরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। একইসঙ্গে তাঁকে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূতের দায়িত্বও দেওয়া হয়েছে।
৩৮ বছর বয়সি গর রিপাবলিকান রাজনীতিতে দ্রুত উত্থান ঘটিয়ে হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী হলেও নীরবে কাজ করে গেছেন। ট্রাম্প প্রশাসনের প্রায় ৪,০০০ নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ছেঁকে নেওয়ার গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে।
গরকে কার্যত শত্রু বলে মনে করেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। নাসার নেতৃত্বে মাস্কের পছন্দের প্রার্থীকে আটকে দেওয়ার পর মাস্ক তাঁকে “সাপ” বলেও অভিহিত করেছিলেন।
বিদেশ নীতিতে তেমন অভিজ্ঞতা না থাকলেও তিনি ট্রাম্পের বিদেশ সফরে সঙ্গ দিয়েছেন এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে সন্দেহভাজন কর্মীদের সরিয়ে দেওয়ার ভূমিকা নিয়েছিলেন।
ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজন প্রতিনিধি দরকার, যাঁকে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি এবং যিনি আমার আ্যজেন্ডা বাস্তবায়নে সাহায্য করবেন। সার্জিও একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন।”
সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে জ্বালানি আমদানির প্রশ্নে ভারতকে চাপ দিতে নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভারত রাশিয়া ও চিনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে। দীর্ঘদিন ধরে মার্কিন নীতি ছিল, চিনের পাল্টা ভারসাম্য তৈরি করতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা।
সোভিয়েত আমলের উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন গর, পরে শৈশবে মাল্টায় চলে যান। যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করে রিপাবলিকান রাজনীতিতে যুক্ত হন। প্রথমে সিনেটর র্যান্ড পলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, পরে ট্রাম্পের জন্য ফান্ড রেইজার, বই প্রকাশক এবং শখের ওয়েডিং ডিজে হিসেবেও কাজ করেছেন।
বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্টের পার্সোনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, সেনেট মনোনয়ন অনুমোদন না করা পর্যন্ত তিনি সেই দায়িত্বেই থাকবেন।
গর তাঁর এই নিযুক্তিকে জীবনের সর্বোচ্চ সম্মান হিসেবে উল্লেখ করেছেন।এক্স (পূর্বতন টুইটার)-এ প্রতিক্রিয়া জানিয়ে সার্জিও গর লেখেন, “আমাকে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত ও দক্ষিণ-মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে মনোনীত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমি অপরিসীম কৃতজ্ঞ। মার্কিন জনগণের সেবা করাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সর্বোচ্চ সম্মান হবে।”