মেট্রো রেল কাজের জন্য বৌবাজার এলাকায় ভেঙে পড়া এবং ক্ষতিগ্রস্ত বাড়ি নির্মাণ ও মেরামতির কাজ আগামী বছরের অক্টোবর মাসের মধ্যে শেষ করতে হবে। মেট্রো রেল কর্তৃপক্ষকে সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মেট্রো রেল কতৃপক্ষ এই কাজ ২০২৭ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ করবে বলে জানিয়েছিল।
ভেঙে পড়া ২৪টি বাড়ি নতুন করে তৈরি করতে হবে। মেরামত করতে হবে ২৮টি বাড়ি।
এদিনের বৈঠকে মেট্রো রেল কতৃপক্ষ মেয়রকে বলেন, অবিলম্বে এলাকার নিকাশি ব্যবস্থা সহ অন্যান্য যে সব কাজ পুরসভার রয়েছে সেগুলি সেরে ফেলতে হবে। মেয়র কথা দিয়েছেন, দ্রুত ব্যবস্থা করা হবে।
এই দিন পুরভবনে বৌবাজারের ক্ষতিগ্রস্ত বাসিন্দা, স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে, মেট্রো রেল, পুরসভার মধ্যে দীর্ঘ বৈঠক হয়। সেখানেই মেয়র যেমন নতুন বাড়ি নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের সময় বেঁধে দেন, তেমনই জানিয়ে দেন আগামী ১০ বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষঞ্জরা এলাকার উপর নজরদারি চালাবেন। সুড়ঙ্গপথ ধরে মেট্রো রেল চলাচলের ফলে কোনও ক্ষতি হচ্ছে কি না তার উপর নজর রাখবে। যদি দেখা যায় রেল চলাচলের ফলে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা হলে সেগুলি মেরামতের দায় নিতে হবে মেট্রো রেলকে। বৈঠক শেষে মেয়রের এই সিদ্ধান্তের কথা জানান স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে।
তিনি জানান, বিগত ছয় বছর ধরে এলাকার ভেঙে পড়া ২৪টি বাড়ি নতুন করে তৈরি করা এবং ২৮টি ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতির কাজ বকেয়া পড়ে রয়েছে। ইতিমধ্যে বৌবাজারের সুড়ঙ্গপথে মেট্রো রেল চালু হয়ে গেল শুক্রবার থেকে। দ্রুতগতিতে চলা এই ট্রেনের কম্পনে আবার নতুন করে এলাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি না তা দেখতে হবে। তাই আগামী ১০ বছর নজরদারির কথা বলা হয়েছে।