এশিয়া কাপ শুরুর আগে বিশ্বের সেরা বোলার জসপ্রীত বুমরাহকে নিয়ে বড় মন্তব্য করলেন শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার ফারভিজ মাহারুফ। আগামী ১০ সেপ্টেম্বর আয়োজক সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রমের সঙ্গে তুলনা টেনে ভারতীয় পেসারের প্রশংসায় পঞ্চমুখ মাহারুফ। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বুমরাহকে নিয়ে সতর্কও করেছেন তিনি।
বুমরাহকে রেখেই আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। যদিও প্রতিযোগিতায় তিনি কটি ম্যাচ খেলছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শোনা গিয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে শুধু গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতেই বর্তমানে বিশ্বের এক নম্বর বোলারকে নামাতে পারে টিম ম্যানেজমেন্ট। এরই মাঝে বুমরাহ-স্তুতি শোনা গেল মাহারুফের মুখে।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি তিনি তুলে ধরেন ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে বুমরাহ’র সঙ্গে তাঁর প্রথমবার সাক্ষাৎ হওয়ার কথা।
শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার বলেন, “আমি মনে করি তাঁর অ্যাকশনই এখন তাঁর ক্ষমতা। আমার মনে আছে, যখন ২০১৩ বা ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগে জসপ্রীতের বিরুদ্ধে খেলেছিলাম। তখন তাঁর সম্পর্কে আমার যা মনে হয়েছিল আর এখন যা দেখছি তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য।” ব্যখ্যা দেন, “আগে তিনি শুধুমাত্র একজন ডানহাতি ইনসুইং বোলার ছিল। কিন্তু আজকাল তার হাত থেকে কার্যকরী আউটসুইং-ও বেরোতে দেখা যায়। আপনি যদি ভারত বাদে বিশ্বের ৯০% ব্যাটারকে জিজ্ঞাসা করেন, খেলার যে কোনও ফর্ম্যাটে সবচেয়ে কঠিন বোলার কে? তারা জসপ্রীত বুমরাহ’র নাম করবে। নিজের সেরা সময়ে যেমন ছিলেন ওয়াসিম আক্রম।”
বর্তমানে বুমরাহকে বিশ্বের সেরা বোলার বলা হলেও প্রশ্ন রয়েছে তাঁর ফিটনেস নিয়ে। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে যে কারণে মাত্র তিনটি টেস্টে খেলানো হয়েছিল তাঁকে। এ প্রসঙ্গেও মুখ খুলেছেন মাহারুফ। তাঁর কথায়, “দুর্ভাগ্যবশতঃ পিঠের সমস্যার কারণে সে বারবার চোট পাচ্ছে। আমি নিজে একজন ফাস্ট বোলার হিসেবে বুঝতে পারছি কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সে। বুমরাহ অনন্য। তাই তার মতো খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ দেওয়া যায় না। তবে যখন তিনি মাঠে থাকবেন, তখন তার আন্তর্জাতিক কেরিয়ার যাতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে সে বিষয়ে নজর রাখা অত্যন্ত জরুরি। মানুষকে বুঝতে হবে যে, একজন ফাস্ট বোলার যখনই বল ডেলিভারি করে, তখন তার শরীরের ওজন তিন গুণেরও বেশি প্রভাব ফেলে শরীরের ওপর। এর ফলে পিঠ, হাঁটু, গোড়ালি— সবকিছুর ওপরই প্রচণ্ড চাপ পড়ে।”
এই ব্যখ্যা দিতে গিয়েই বিসিসিআইকে বুমরাহ’র বিষয়ে পরামর্শ দিয়ে মাহারুফ জানিয়েছেন, বোর্ডের উচিত বিশ্বের এক নম্বর বোলারের প্রতি বিশেষ যত্নশীল হওয়া। তিনি বলেন, “এটা প্রতিদিনের লড়াই। জসপ্রীত অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট খেলেছেন এবং ওভারের পর ওভার অক্লান্তভাবে বোলিং করেছেন। সিডনিতে তার চোট পাওয়ার নেপথ্য কারণ এটিই। আপনি যতই ফিটনেস বাড়ানোর প্রশিক্ষণ নিন বা যতই ফিট থাকুন না কেন, চোট-আঘাত অনিবার্য। কারণ, ফাস্ট বোলিং ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজ। জশপ্রীত বুমরাহর একজন ভক্ত হিসেবে আমি আশা করি সে উন্নতি করবে। জাতীয় জার্সি পরবে। এবং খেলার প্রতি তার খিদেটা একইরকম থাকবে। আমি আশা করি, ভালভাবে তাঁর দেখাশোনা করা হবে।”
বুমরাহকে নিয়ে কথা বলার পাশাপাশি ভারতীয় দলেরও প্রশংসা করেছেন মাহারুফ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সময় থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটটিতে ছড়ি ঘোরাচ্ছে টিম ইন্ডিয়া। এর কৃতিত্ব আইপিএলকে দিয়েছেন ২০১০ এর এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে হ্যাটট্রিক করা লঙ্কান অলরাউন্ডার। বলেন, “ভারতের কথা বলতে গেলে, রোহিত শর্মা অবসর নেওয়ার পর সমস্ত ফর্ম্যাটেই তাদের কাছে একাধিক বিকল্প রয়েছে। অনেক প্রতিশ্রুতিমান খেলোয়াড় উঠে আসছে এবং ভবিষ্যতে আরও আসবে। বিশেষ করে, আইপিএলের কারণেই তাদের বিকল্পের অভাব হবে না।” যদিও ভারতকে আসন্ন এশিয়া কাপের ফেভারিট ধরলেও নিজের দেশকেও পিছিয়ে রাখছেন না মাহারুফ। তাঁর মতে, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে প্রতিযোগিতার দুই ডার্ক হর্স হতে চলেছে |