বাংলাদেশে আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেন প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস।২০২৪ সালের ২৬ নভেম্বর খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার সঙ্গে তাঁর নাম যুক্ত করে ৩৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। চট্টগ্রামের এক আদালত সোমবার প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস-এর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী একে ন্যায়বিচারের ক্ষেত্রে ধাক্কা বলে দাবি করেছেন ইসকন কলকাতার মুখপাত্র রাধারমন দাস।
২০২৪ সালের ২৫ শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে ঢাকায় গ্রেফতার করা হয়েছিল। সংখ্যালঘু হিন্দুরা চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ দেখান। পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। এর জেরে আদালত প্রাঙ্গনেই সংঘর্ষ বাঁধে এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ওপর হামলা চলে।এই প্রেক্ষিতে চিন্ময় দাস সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার ঘটনায় হতবাক অনেকেই। নিন্দা জানিয়েছে কলকাতার ইসকন কর্তৃপক্ষ।
তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ জানিয়েছেন যে, এই অভিযোগ বৈধ তো নয়ই বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করে এই অভিযোগ তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের অসুস্থ মা জেলখানায় ছেলের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস। এই নিয়ে ইসকন কর্তৃপক্ষ ও সমর্থকরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ থাকার আহ্বান জানিয়েছে।
Leave a comment
Leave a comment
