খেলোয়াড়ি জীবনে ব্যাট হাতে মাঠের চারদিকে রানের ফুলঝুরি ছোটাতেন বীরেন্দ্র শেহবাগ। আর খেলা থেকে অবসর নেওয়ার পর ইদানীং তাঁর মুখ থেকে ছোটে কথার ফুলঝুরি। তবে কথায় আছে, বাপ কা বেটা। শেহবাগের ছেলে আর্যবীরও যে কথায় বাপের থেকে কম যায় না তা প্রমাণ করে দিল সে নিজেই। সম্প্রতি শেহবাগ-পুত্র এমন একটি মন্তব্য করেছে যা কার্যত সাড়া ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।
সম্প্রতি সূর্যকুমার যাদবের ভয়ডরহীন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে ফেভারিট দাবি করেছিলেন বীরেন্দ্র শেহবাগ। কিন্তু এরপরই গিলের স্তুতি গেয়ে প্রচারে এসেছে তাঁর ১৭ বছরের ছেলে আর্যবীর। এমনকি দেশের দুই সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার পরিবর্তেও টেস্ট দলের বর্তমান নেতা শুভমান গিলকেই বেছে নিয়েছে সে।
আর্যবীর শেহবাগ এ বছরের দিল্লি প্রিমিয়ার লিগে (DPL 2025) সেন্ট্রাল দিল্লি কিংসের অংশ। নিলামে ৮ লক্ষ টাকা খরচ করে তাকে কিনেছিল দলটি। সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে থেকে যে কোনও একজনকে বেছে নিতে বলা হয় শেহবাগ-পুত্রকে। জবাবে কোনও দ্বিধা না রেখেই টিম ইন্ডিয়ার নবনিযুক্ত টেস্ট অধিনায়ক গিলকে বেছে নেয় সে। বাকি সকলের থেকে গিলকে এগিয়ে রেখেছে সে। যদিও ঘটনার শেষ নয় এখানেই।
আর্যবীর কিন্তু শেষ পর্যন্ত গিলকে এগিয়ে রাখতে পারেনি। তার মতে, শুভমান গিল নিঃসন্দেহে দুর্দান্ত। তবে সেরা হলেন বিরাট কোহলি। কার্যত কোহলিকেই সবার ওপরে রেখেছে শেহবাগের বড়ছেলে। এ দিকে আসন্ন এশিয়া কাপে ভারতের সম্ভাবনা সম্পর্কে সম্প্রতি বাবা বীরু জানিয়েছিলেন, “এই ভারতীয় দলে তারুণ্য এবং অভিজ্ঞতার দুর্দান্ত মিশেল দেখা যাচ্ছে। সূর্যের ভয়ডরহীন নেতৃত্বে তারা আবারও এশিয়ায় আধিপত্য বিস্তার করতে পারে। তাঁর আক্রমণাত্মক মানসিকতা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে পুরোপুরি মানানসই। যদি দলও একই মানসিকতা নিয়ে খেলে, তা হলে আমার কোনও সন্দেহ নেই যে ভারত ট্রফি তুলতে পারবে।”