দীর্ঘদিন ধরে মাঠের বাইরে মহম্মদ শামি। শেষবার তাঁকে ভারতের জার্সিতে দেখা গিয়েছে গত মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই প্রতিযোগিতায় দুর্দান্ত বোলিং করে দলকে শিরোপা জিততে অন্যতম বড় ভূমিকা পালন করেন তিনি। তবু এর পর গত ইংল্যান্ড সফরের দলে রাখা হয়নি তাঁকে। সূত্রের খবর, সেই সময় নাকি শামির সঙ্গে কথা বলেছিল অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। কিন্তু ভারতীয় পেসার নিজেই আত্মবিশ্বাসী ছিলেন না তাঁর ফিটনেস নিয়ে।
বলা হয়েছিল, শামি নিজে আত্মবিশ্বাসী ছিলেন না বলেই ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়নি তাঁকে। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে শামি নিজেও এ বার স্বীকৃতি দিয়েছেন বিষয়টিকে। তিনি বলেন, “অস্ট্রেলিয়া সফরের আগেও একই ঘটনা ঘটেছিল। সফরের আগে আমার অস্বস্তি হচ্ছিল। আমি এই চিন্তাভাবনায় বিশ্বাসী যে, দল আপনাকে ঠিক যে জায়গায় রাখতে চায় সেই জায়গায় না থাকলে আপনার পিছিয়ে আসা উচিত।” এর পাশাপাশি আসন্ন এশিয়া কাপ দলে না থাকা নিয়েও মুখ খুলেছেন শামি।
শামিকে জিজ্ঞাসা করা হয়, এশিয়া কাপের দল নির্বাচনের আগেও কি নির্বাচকরা তাঁর সঙ্গে পরামর্শ করেছিলেন? জবাবে ভারতীয় জোরে বোলার বলেন, “নির্বাচকদের আমার সঙ্গে কথা বলা উচিত কি না সে বিষয়ে আমার কোনও অভিযোগ নেই। আমি এটা নিয়ে খুব একটা মাথা ঘামাইও না। যদি আমি আপনাদের পরিকল্পনায় মানানসই হই, তা হলে আমাকে দলে নির্বাচন করুন। যদি আমি মানিয়ে না নিতে পারি, তা হলে করবেন না। আমার কোনও আপত্তি নেই। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। দেশের জন্য যা ভাল তাই করুন। তবে আমি বিশ্বাস করি যদি আমাকে সুযোগ দেওয়া হয়, তা হলে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
নিজের প্রত্যাবর্তন নিয়েও আশাবাদী শামি। জানিয়েছেন, যদি তিনি দলীপ ট্রফি খেলতে পারেন তা হলে টি-টোয়েন্টি খেলতেও পারবেন। তাঁর কথায়, “আমার কোনও প্রত্যাশা নেই। আমি নিজের ক্ষমতার উপর বিশ্বাস করি। যদি আপনি আমাকে সুযোগ দেন, তা হলে আমি আমার সর্বোচ্চটা দেব। নির্বাচন আমার হাতে নেই। আমি সব ফর্ম্যাটেই খেলতে প্রস্তুত। যদি দলীপ ট্রফিতে ৫ দিন খেলতে পারি, তা হলে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারব কি না তা নিয়ে কোনও আলোচনা হওয়া উচিত নয়।”
Mohammed Shami, Indian Cricket Team, BCCI, Chief Selector Ajit Agarkar