আম্বানিদের প্রাসাদোপম আন্তেলিয়ার গণেশ পুজোর অনুষ্ঠানে দেখা গেল চাঁদের হাট। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকলেও প্রচারের সব আলো শুষে নিলেন বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। দীপিকার পরনে ছিল উজ্জ্বল সোনালী পোশাক। গলায় মন্ত্র লেখা হলুদ উত্তরীয়। গণপতি বাপ্পার পায়ে ফুল দিয়ে প্রণাম করলেন রণবীর এবং দীপিকা। তখন পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। তাঁর গলাতেও উত্তরীয়। তবে এদিন মা-বাবার সঙ্গে দেখা গেল না খুদে দুয়াকে। এদিন দীপিকা প্রথমে গণপতিকে ভক্তিভরে প্রণাম করে প্রসাদ নিলেন। তার পরেই রণবীরও প্রণাম করলেন গণপতিকে। যদিও খুব অল্প সময়ের মধ্যেই তাঁরা মণ্ডপ ছেড়ে চলে যান।
ইতিমধ্যেই রণধীর ও দীপিকার পুজো দেওয়ার ভিডিয়ো ভাইরাল।
এদিন পুজো মণ্ডপে একেবারে নতুন রূপে দেখা গেল রণবীর সিংকে। একেবারে ক্লিন সেভ। অভিনেতার এই নতুন রূপ নিয়ে আলোচনা চলছে। আচমকাই কেন লুক বদল, প্রশ্ন রণবীরের ভক্তদের।
‘ধুরন্ধর’ ছবির জন্য এক বছর ধরে ঝাঁকড়া চুল-দাড়ি রেখেছিলেন রণবীর। কাঁধ ছাপানো চুল ও ঘন চাপদাড়ি পুরোপুরি কেটে ফেলেছেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁর এই নতুন লুকের ভিডিয়োতে ভক্তরা মুগ্ধ।
ভক্তরা ইতিমধ্যেই অভিনেতার নতুন লুক নিয়ে নানা মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায়।
কেউ লিখেছেন, অনেক দিন পর ভিন্টেজ রণবীরকে দেখতে পাচ্ছেন। এক ভক্ত মজা করে লিখেছেন, অবশেষে ব্যান্ড বাজা বারাত-এর রণবীর-লুক ফিরল।
রণবীরকে ঘিরে এখন ভক্তদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে পরিচালক আদিত্য ধর-এর আসন্ন স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’।
ছবিতে রণবীরের পাশাপাশি থাকছেন সঞ্জয় দত্ত, আর মাধবন এবং সারা অর্জুন। চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে ধূরন্ধর। অন্যদিকে দীপিকা যুক্ত হয়েছেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি-র বড় মাপের এক প্রজেক্টে।