আসন্ন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন নীরজ চোপড়া। জাপানের টোকিওতে ১৩ থেকে ২১ সেপ্টম্বর চলবে অ্যাথলেটিক্সের বিশ্ব প্রতিযোগিতাটি। দলে ঠাঁই পেয়েছেন ১৯ অ্যাথলিট। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া(এএফআই)-র ঘোষিত দলে রয়েছেন ১৩ জন পুরুষ এবং ৬ জন মহিলা অ্যাথলিট। তবে ৩০০০ মিটার স্টিপল চেজ এবং হেপ্টাথেলন বিভাগে এশিয়া চ্যাম্পিয়ন অবিনাশ সাবলে এবং নন্দিনী আগসারা চোট-আঘাতের জন্য নাম প্রত্যাহার করেছেন।
বুদাপেস্টে ২০২৩ সালে জ্যাভলিনে বিশ্বসেরার শিরোপা অর্জন করেছিলেন নীরজ চোপড়া। টোকিওতে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ বছর ২৬-এর ভারতীয় অ্যাথলিটের। ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে সরাসরি তিনি মূলপর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। নীরজ ছাড়াও এই ইভেন্টে রয়েছেন আরও ২ অ্যাথলিট, শচীন যাদব এবং যশবীর সিং। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মাধ্যমে তাঁদের স্থান নিশ্চিত হয়েছে।
স্প্রিন্ট ইভেন্টে রয়েছেন ওড়িশার অনিমেষ কুজুর। জাতীয় রেকর্ডধারী এই অ্যাথলিট বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ স্প্রিন্টার। পুরুষদের ২০০ মিটার দৌড়ে তিনি অংশ নেবেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মূলপর্বে তাঁর ঠাঁই পাওয়া দেশের স্প্রিন্ট ইভেন্টে এক গুরুত্বপূর্ণ বিষয়।
বিশ্ব প্রতিযোগিতার যোগ্যতার মাপকাঠিতে আরও ৪ ভারতীয় অ্যাথলিট সরাসরি মূলপর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এঁরা হলেন অবিনাশ সাবলে (৩০০০ মিটার স্টিপলচেজ), পারুল চৌধুরী (৩০০০ মিটার স্টিপলচেজ), গুলবীর সিং (৫০০০ মিটার দৌড়) এবং প্রবীণ চিত্রাভেল (ট্রিপল জাম্প)। তবে চোট আঘাতের কারণে সাবলের নাম প্রত্যাহার এএফআই-এর কাছে বড় ধাক্কা।
বিশ্ব র্যাঙ্কিংয়ের মানদণ্ডে নির্বাচিতরা হলেন লং জাম্পার মুরালি শ্রীশঙ্কর। হাঁটুর অস্ত্রোপচারের জন্য ২০২৪-এর অলিম্পিক্সে অংশ নিতে পারেননি শ্রীশঙ্কর। কিন্তু গত জুলাই থেকে পাঁচটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জিতেছেন, যার মধ্যে রয়েছে ভুবনেশ্বরে কন্টিনেন্টাল ট্যুর ইভেন্টের সোনা। পোল্যান্ডে ৬২.৫৯ মিটার জ্যাভলিন থ্রো করে ফর্ম ফিরে পেয়েছেন অন্নু রানি। বছরর দুয়েরও বেশি সময় ধরে তাঁর সেরা প্রচেষ্টা জায়গা করে দিয়েছে টোকিওগামী জাতীয় দলে।
অন্য অ্যাথলিটদের মধ্যে রয়েছেন অঙ্কিতা ধ্যানী (৩০০০ মিটার স্টিপলচেজ), পূজা (১৫০০ মিটার দোড়) এবং রেস ওয়াকার প্রিয়াঙ্কা গোস্বামী, যিনি মহিলাদের ৩৫ কিলোমিটারে অংশ নেবেন। রেস ওয়াকিংয়ে পুরুষ বিভাগে রয়েছেন অক্ষদীপ সিং এবং সার্ভিন সেবাস্তিয়ান। তাঁরা সামিল হবেন ২০ কিলোমিটারে। রাম বাবু পুরুষদের ৩৫ কিলোমিটার দৌড়ে যোগ্যতা অর্জন করেছেন। হাই জাম্পার সর্বেশ কুশারে এবং ট্রিপল জাম্পার আবদুল্লা আবুবাকার ফিল্ড ইভেন্টের অন্যতম প্রতিদ্বন্দ্বী।
জানানো হয়েছে টোকিওগামী দলের আর একদফা ফিটনেস পরীক্ষা হবে। এএফআইয়ের নির্বাচন কমিটি এই সপ্তাহেই সেটি সেরে নিতে চায়। সেখানে ঘোষিত দলের আরও কেউ যদি ছিটকে যান, তাহলে সেই শূন্যস্থান পূরণ করা হবে র্যাঙ্কিং-এ থাকা বাকি অ্যাথলিটদের মধ্য থেকে।
টোকিও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত ভারতীয় দল
নীরজ চোপড়া – পুরুষদের জ্যাভলিন থ্রো (ওয়াইল্ড কার্ড), শচীন যাদব – পুরুষদের জ্যাভলিন থ্রো (র্যাঙ্কিং), যশবীর সিং – পুরুষদের জ্যাভলিন থ্রো (র্যাঙ্কিং), প্রবীণ চিত্রাভেল – পুরুষদের ট্রিপল জাম্প (যোগ্যতার মানদণ্ডে), আবদুল্লাহ আবুবকর – পুরুষদের ট্রিপল জাম্প (র্যাঙ্কিং), মুরালি শ্রীশঙ্কর – পুরুষদের লং জাম্প (র্যাঙ্কিং), সর্বেশ কুশারে – পুরুষদের হাই জাম্প (র্যাঙ্কিং), অনিমেষ কুজুর – পুরুষদের ২০০ মিটার (র্যাঙ্কিং), গুলবীর সিং – পুরুষদের ৫০০০ মিটার (যোগ্যতার মানদণ্ডে), সার্ভিন সেবাস্টিয়ান – পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াক (র্যাঙ্কিং), আকাশদীপ সিং – পুরুষদের ২০ কিলোমিটার রেস ওয়াক (র্যাঙ্কিং), রাম বাবু – পুরুষদের ৩৫ কিলোমিটার রেস ওয়াক (র্যাঙ্কিং), পারুল চৌধুরী – মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ (যোগ্যতার মানদণ্ডে), অঙ্কিতা ধ্যানী – মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ (র্যাঙ্কিং), পূজা – মহিলাদের ১৫০০ মিটার (র্যাঙ্কিং), অন্নু রানি – মহিলাদের জ্যাভলিন থ্রো (র্যাঙ্কিং), প্রিয়াঙ্কা গোস্বামী – মহিলাদের ৩৫ কিলোমিটার রেস ওয়াক (র্যাঙ্কিং)