বর্তমানে জ্যাভলিনের দুনিয়ায় নীরজ চোপড়ার সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করা হচ্ছে পাকিস্তানের আরশাদ নাদিমকে। সেই নাদিম ছিলেন না। ফলে সুইত্জারল্যান্ডে ডায়মন্ড লিগের ফাইনালে সুবর্ণ সুযোগ ছিল নীরজের সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় তারকা। বৃহস্পতিবার মধ্যরাতে (ভারতীয় সময়) দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থেকে তিনি হতাশ করলেন গোটা দেশকে।
অলিম্পিকে ভারতের হয়ে দুবার পদক জিতেছেন নীরজ। তার মধ্যে একটি সোনা। সেই নীরজের সামনে বৃহস্পতিবার জুরিখেও ছিল নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ। কিন্তু ছটি থ্রোয়ের মধ্যে একবারও ৯০ মিটারের ধারেকাছে পৌঁছতে পারলেন না তিনি। বরং মোট তিনবার ফাউল থ্রো করেছেন। সব মিলিয়ে দ্বিতীয় স্থানেই শেষ করতে হল নীরজকে। তাঁকে হারিয়ে সেরা হয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার।
নিজের দ্বিতীয় সুবিশাল থ্রোতে ৯১.৫১ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে শীর্ষস্থান নিশ্চিত করেন ওয়েবার। উল্টোদিকে, নীরজ চোপড়ার সর্বাধিক থ্রো ৮৫.০১ মিটার। এর জেরে দ্বিতীয় স্থানেই থমকে যেতে হল তাঁকে। তৃতীয় স্থানে শেষ করেছেন ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট। তিনি সর্বাধিক ৮৪.৯৫ মিটার থ্রো করেন। যা নিজের প্রথম প্রচেষ্টাতেই করে দেখান তিনি।
কথায় বলে, morning shows the day। ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়েছিলেন নীরজ। প্রথম থ্রোতে যেখানে ওয়েবারের দূরত্ব ছিল ৯১.৩৭ মিটার, সেখানে ৮৪.৩৫ মিটার দূরে জ্যাভলিন পাঠান তিনি। এর পর দ্বিতীয় প্রচেষ্টায় ৮২ মিটার। এই সময়টাতে বিগত রেকর্ডের কারণেই মনে করা হচ্ছিল, হয়ত কাঙ্ক্ষিত ৯০ মিটারের দূরত্ব ছুঁয়েও ফেলতে পারেন তিনি। কিন্তু এর পরই পর পর তিনটি ফাউল থ্রো। শেষ পর্যন্ত শেষ প্রচেষ্টায় ৮৫.০১ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন তিনি।
