গায়িকা শ্রেয়া ঘোষালের গলায় ‘জাদু হ্যায় নেশা হ্যায়’, জিসম ছবির এই গান ভক্তদের হৃদয়ে আলোড়ন ফেলেছিল। সম্প্রতি ফিল্ম ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গান নিয়ে মুখ খুলেছেন শ্রেয়া। বলেছেন, রেকর্ডিং করার আগে তাঁকে গানের কথাগুলি শোনানো হয়েছিল। একইসঙ্গে বলা হয়, এই গানের সঙ্গে যে দৃশ্য যাবে সেটা যেন তিনি কল্পনা করেন। এই কথা শুনে তিনি বেশ কিছুটা লজ্জা পেয়েছিলেন।
জিসম ছবির যে পোস্টার প্রকাশ হয়েছিল তার মধ্যেও ছিল বিপুল সাহসিকতার ছাপ। ওই ছবির অভিনেত্রী বিপাশা বসুও ছিলেন অত্যন্ত সাহসী লুকে। কারণ ২০০০ সালে যখন জিসম মুক্তি পায় তখনও বলিউডে এত খোলামেলা পোশাকে অভিনয় খুব একটা সাধারণ ব্যাপার ছিল না। শুধু তাই নয়, দর্শকরা যে ধরনের ছবি দেখতে অভ্যস্ত এই ছবি ছিল তার থেকে অনেক এগিয়ে। সেখানেও ছিল সাহসিকতার ছাপ, নতুন কিছু করে দেখানোর একটা চেষ্টা। টেলিভিশনের পর্দায় যখন প্রথমবার ওই ছবির প্রমো দেখানো হয়েছিল তা দেখে তিনি নিজেও কিছুটা অবাক হয়েছিলেন।
জিসম ছবিতে বিপাশার অভিনয়েরও উচ্চ প্রশংসা করেছেন শ্রেয়া। গায়িকার মুখে উঠে এসেছে জিসম ছবির অন্যতম হিট গান জাদু হ্যায় নেশা হ্যায়ের কথা।
শ্রেয়া বলেছেন, গানটা ছিল অত্যন্ত সুন্দর। কিন্তু এই গানের সঙ্গে যে দৃশ্যগুলি দেখানো হয়েছিল তা দেখে লজ্জায় তাঁর মুখ ও কান লাল হয়ে গিয়েছিল। ২০০০ সালে এ ধরনের দৃশ্যগ্রহণ অসীম সাহসের পরিচয় বলে মনে করছেন শ্রেয়া। তবে গায়িকা মনে করেন, আজ এই ধরনের দৃশ্য বলিউড ইন্ডাস্ট্রিতে অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য একটি রিয়েলিটি শো থেকে গায়িকা হিসেবে উঠে এসেছিলেন শ্রেয়া। যে কোনও ধরনের গানে শ্রেয়া অত্যন্ত সাবলীল। গত ২ দশক ধরে একের পর এক ছবিতে গান গেয়ে সব বয়সের দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। সঙ্গীতের প্রতি তাঁর নিষ্ঠা এবং একাগ্রতাই আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী, সর্বত্রই শ্রোতাদের মনে আলোড়ন ফেলে। তাঁর সাম্প্রতিক গান সাইয়ারাও ভক্তদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। সঙ্গীত প্রেমীদের দাবি, কণ্ঠের জাদু দিয়ে একটি গানকে যে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেওয়া যায় তা প্রমাণ করে দেখিয়েছেন শ্রেয়া।