দিল্লির রোহিনীতে উপহার নিয়ে পারিবারিক বচসার জেরে স্ত্রী ও শাশুড়িকে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার, ছেলের জন্মদিনের অনুষ্ঠানের পর।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টা ৫০ মিনিট নাগাদ কেএনকে মার্গ থানায় ফোন আসে। মেঘ সিনহা নামে এক যুবক জানান, তাঁর মা কুসুম সিনহা (৬৩) ও বোন প্রিয়া সেহগল (৩৪)-কে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ঘর থেকে তাঁদের রক্তাক্ত দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ২৮ আগস্ট প্রিয়ার ছেলে চিরাগের জন্মদিন উপলক্ষে কুসুম তাঁর মেয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই প্রিয়া ও তাঁর স্বামী যোগেশ সেহগলের মধ্যে উপহার নিয়ে তর্ক শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে কুসুম সেদিন মেয়ের বাড়িতেই থেকে যান।
৩০ আগস্ট দুপুরে বারবার ফোন করেও মায়ের সঙ্গে যোগাযোগ না হওয়ায় মেঘ বোনের বাড়িতে যান। গিয়ে দেখেন, দরজায় বাইরে থেকে তালা ঝোলানো, আর তালার কাছে রক্তের দাগ রয়েছে। এরপর তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি মাকে ও বোনকে রক্তের স্রোতে পড়ে থাকতে দেখেন।
অভিযোগ, প্রিয়ার বেকার স্বামী যোগেশ তাঁদের খুন করে সন্তানদের নিয়ে পালিয়ে যান। পরে কেএনকে মার্গ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাপড় ও হত্যায় ব্যবহৃত সন্দেহভাজন কাঁচি উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, এই হত্যার পেছনে মূল কারণ ঘরোয়া বিবাদ। ক্রাইম টিম ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।