প্রয়াত হলেন ভারতীয় সিনেমা জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রেম সাগর। আজ সকাল ১০টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ছিলেন কিংবদন্তি নির্মাতা রামানন্দ সাগরের পুত্র এবং প্রযোজক শিব সাগরের পিতা।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রেম সাগর কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁকে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার চিকিৎসকরা তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সোমবার সকালে তিনি প্রয়াত হন। আজ বিকেল ৩টেয় মুম্বইয়ের পবন হংস শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রেম সাগর শুধু একজন প্রবীণ প্রযোজকই নন, বরং একজন কৃতী সিনেমাটোগ্রাফার হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর কাজের মাধ্যমে সাগর পরিবারের চলচ্চিত্র ও টেলিভিশনের উত্তরাধিকার বজায় থেকেছে। বাবার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা সাগর আর্টস-এর অধীনে তিনি বহু গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছেন এবং তাঁদের ভিজ্যুয়াল আইডেন্টিটি গড়ে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন।
১৯৬৮ সালের ব্যাচের ছাত্র হিসেবে তিনি এফটিআইআই থেকে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিতে উচ্চশিক্ষা লাভ করেন। এই প্রশিক্ষণের ফলেই তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে একাধিক উল্লেখযোগ্য অবদান রাখতে পেরেছিলেন।
উল্লেখ্য, প্রেম সাগরের পিতা রামানন্দ সাগর ভারতীয় টেলিভিশন ইতিহাসে অমর হয়ে আছেন কালজয়ী ধারাবাহিক ‘রামায়ণ’ নির্মাণের জন্য। এই সিরিজ আজও সাংস্কৃতিক প্রভাবের জন্য সমানভাবে স্মরণীয়। প্রেম সাগরের প্রয়াণে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর কাজ, অবদান এবং উত্তরাধিকার আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।