উত্তরাখণ্ডে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েই চলেছে। রবিবার ভোরে ভেসে যায় ইন্দো-চিন সীমান্তের সঙ্গে সরাসরি যুক্ত গুরুত্বপূর্ণ সেতু। এর ফলে একাধিক সীমান্তবর্তী গ্রাম সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
চামোলি জেলায় জ্যোতির্মঠ-মালারি হাইওয়ের উপর তামক গ্রামের কাছে একটি বড় সড়কসেতু রাত ২টো নাগাদ ভেসে যায়। উপরের পাহাড়ি অঞ্চলে প্রবল বর্ষণে ফুলে ওঠা তামক নদীর জোয়ারে এই দুর্ঘটনা ঘটে। এই সেতুই ছিল নিতি উপত্যকা অঞ্চলে সীমান্ত পর্যন্ত পৌঁছনোর একমাত্র সড়কপথ।
এই ঘটনায় কোনও প্রাণহানির খবর না মিললেও ক্ষয়ক্ষতি ব্যাপক। প্রশাসন জানিয়েছে, সেতুর পাশের বর্ডার রোড অর্গানাইজেশনের (BRO) রাস্তার একটি অংশও জলের স্রোতে ভেসে গেছে। সেতু ভেঙে যাওয়ায় নিতি ভ্যালির ডজনখানেক গ্রাম এখন কার্যত বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন।
একাধিক জাতীয় সড়ক ভেসে আসা ধ্বংসাবশেষ ও ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে। বদ্রীনাথ জাতীয় সড়ক ভানিরপানি ও পাগলানালা এলাকায় বন্ধ রয়েছে। দ্রুত রাস্তা পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাস্তা পরিষ্কারের কাজ চলছে।
অন্যদিকে, কুণ্ড-চামোলি জাতীয় সড়ক, যা কেদারনাথের সঙ্গে চামোলিকে যুক্ত করে, বাইরাগানা অঞ্চলে ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে।
