তাজিকিস্তানের হিসোরে অনুষ্ঠিত কাফা নেশনস কাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইরানের কাছে ৩-০ ব্যবধানে হার মানল ভারত। জাতীয় দলের কোচ হিসেবে প্রথম পরাজয়ের মুখ দেখলেন খালিদ জামিল। এ দিকে এই হারের জেরে প্রতিযোগিতার ফাইনালে ওঠার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল ভারতের। তবে আফগানিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচে ভাল খেললে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুযোগ পেতে পারে তারা।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ১১৩ ধাপ এগিয়ে থাকা ইরানের বিরুদ্ধে এই হার ততটাও লজ্জার নয়। তবে প্রথমার্ধে জামিলের ছেলেরা যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন তাতে এই পরাজয় অনেকটাই পীড়া দেবে সমর্থকদের। মূলত অধিনায়ক সন্দেশ ঝিঙ্ঘান এবং গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর দুর্দান্ত প্রতিরোধেই গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল প্রথমার্ধ। এর পর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে দেশকে এগিয়ে দেন ইরানের ফরোয়ার্ড আমিরহোসেইন হোসেনজাদেহ।
এর পর বাকি দুটি গোল করেন যথাক্রমে আলি আলিপুর এবং মেহেদি তারেমি। এ সময় জামিলের কোনও স্ট্র্যাটেজিই কাজে আসেনি। এ দিন গোলশূন্য অবস্থায় তৃতীয় সেন্টার ব্যাক আনার সিদ্ধান্ত নেন জামিল। এর কিছুক্ষণ পরই প্রথম গোল হজম করতে হয় ব্লু টাইগারদের। সানা সিং খেলেন মাত্র ১৩ মিনিট। মাঠে নামার পর পরই তুলে নেওয়া হয় তাঁকে। অন্যদিকে লালিয়ানজুয়ালা ছাংতেকে মনে করা হয় দলের অন্যতম স্তম্ভ। তিনিও খেলতে পারেননি।
সব মিলিয়েই ০-৩ গোলে হেরে কাফা নেশনস কাপের দৌড় থেকে কার্যত ছিটকে গেল ভারতীয় ফুটবল দল। যারা আগের ম্যাচে আয়োজক তাজিকিস্তানকে হারিয়ে কিছুটা হলেও জাগিয়েছিল ফাইনালের আশা। তবে এ বার টানা দুই ম্যাচে জিতে ফাইনালে ওঠার সবথেকে বড় দাবিদার ইরানই। উল্লেখ্য, প্রতিযোগিতার নিয়ম অনুসারে, দুটি গ্রুপের শীর্ষ স্থানে থাকা দলই ফাইনাল খেলবে। সে সম্ভাবনা ভারতের জন্য কার্যত শেষ। এ বার আগামী তথা অন্তিম ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে বড়জোর তৃতীয় স্থানের জন্য লড়াই করতে পারে তারা।
CAFA Nations Cup 2025, Indian Football Team, India Vs Iran, Khalid Jamil
