এবার নিজের বড় প্রজেক্ট নিয়ে আসতে চলেছেন প্রখ্যাত মালয়ালম চলচ্চিত্র নির্মাতা লিজো জোস পেল্লিসেরি। এক্সক্লুসিভভাবে একথা জানিয়েছে ফিল্মফেয়ার। ছবির মুখ্য ভূমিকায় থাকবেন জাহান কাপুর। আর ছবিটি প্রযোজনা করবেন বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতা। শিল্পের দুই ভিন্ন ভিন্ন দিকের সৃজনশীল কণ্ঠের এ যেন এক বিরল মিলন।
ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় গল্পকার হিসেবে পরিচিত লিজো জোস পেল্লিসেরি। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আঙ্গামালি ডায়েরিজ, জল্লিকাট্টু এবং চূরুলি। দারুন ভিজ্যুয়াল স্টাইল, বাস্তবধর্মী উপস্থাপনা এবং সাহসী পরীক্ষা-নিরীক্ষার জন্য লিজোর কাজ মালয়ালম সিনেমাকে আন্তর্জাতিক মানচিত্রে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
তাঁর এই নামহীন নতুন প্রকল্পও সেই একই ভিজ্যুয়াল ভাষা নিয়ে এক নতুন গল্প বলবে বলে আশা করা হচ্ছে। প্রত্যেক ভারতীয় দর্শকের মন জয় করতে পারবে এই প্রজেক্ট।
এই ছবির অপর বড় আকর্ষণ জাহান কাপুর। কিংবদন্তি অভিনেতা শশী কাপুরের নাতি এবং অভিনেতা কুণাল কাপুরের ছেলে জাহান। তিনি প্রথম অভিনয় করেন হানসাল মেহতার ছবি ফরাজ (২০২৩)-এ। সেখানেই তাঁর শক্তিশালী অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছিল। কাপুর পরিবারের উত্তরসূরি হয়েও তারকা খ্যাতির চেয়ে কনটেন্ট-ভিত্তিক সিনেমার দিকে ঝুঁকছেন জাহান। লিজো পরিচালিত এই নতুন ছবিকে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং চরিত্র হিসেবে ধরা হচ্ছে।
অন্যদিকে, ‘শাহিদ’, স্ক্যাম ১৯৯২, এবং স্কুপ-এর মতো কাজের মাধ্যমে হিন্দি সিনেমা ও ওটিটি দুনিয়ায় গল্প বলার ধরন বদলে দিয়েছেন হানসাল মেহতা। পেল্লিসেরির সঙ্গে তাঁর এই কোলাবরেশন আঞ্চলিক ও মূলধারার সিনেমার মধ্যে এক সৃজনশীল সেতুবন্ধন তৈরি করবে বলে মনে করা হচ্ছে।
যদিও ছবির বিস্তারিত এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে এটা পরিষ্কার যে, লিজোর গল্প বলার ধরন এবং মেহতার তীক্ষ্ণ বর্ণনাভঙ্গি মিলে এক নতুন সিনেম্যাটিক জগৎ সৃষ্টি করতে চলেছে। আর সেখানেই জাহান কাপুর নিজের স্বতন্ত্র পরিচয় গড়ার পথে হয়তো সবচেয়ে বড় পদক্ষেপ নেবেন। বলিউডের সৃজনশীল শক্তির সঙ্গে যোগসূত্র তৈরি হচ্ছে মালয়ালম সিনেমার দর্শকদের। সব সিনেমাপ্রেমীর জন্য এটি এমন একটি প্রজেক্ট, খুবই স্পেশাল হতে চলেছে।