সততার সঙ্গে বাঁচুন। চালাকি করে বাঁচার চেষ্টা করবেন না। চালাকি করে পথ চললে হয়ত সাময়িক কিছু সুবিধা হয়, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা কখনওই সুবিধাজনক হয় না। সোমবার নাগপুরে অখিল ভারতীয় মহানুভব পরিষদের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিতিন গড়করি। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর আক্ষেপ, তাঁর মতো যাঁরা রাজনীতির পেশায় আছেন তাঁদের কাছে সত্যি বলা কার্যত মানা। বরং আজকের দিনে রাজনীতিতে যে ব্যক্তি যত বেশি মানুষকে বোকা বানাতে পারবেন তিনি তত বড় নেতা। রাজনৈতিক মহল মনে করছে, এই মন্তব্যের মধ্যে দিয়ে গড়করি আরও একবার রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার কথা বলেছেন।
নাগপুরের ওই অনুষ্ঠানে গড়করি বলেন, চালাকি করে কোনও কাজ করা উচিত নয়। প্রত্যেক মানুষকে নিজের প্রতি, নিজের কাজের প্রতি সৎ হতে হবে। চালাকি করে কোনও কাজ করতে গেলে হয়ত সাময়িক সাফল্য মেলে কিন্তু দীর্ঘমেয়াদে সেটা কখনওই ফলদায়ক হয় না। কাজের মধ্যে দিয়ে নিজের পরিচয় তুলে ধরতে গেলে সবার আগে সৎ হতে হবে। কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সর্বদা সত্য কথা বলতে হবে, সৎপথে চলতে হবে। ভগবত গীতায় এই কথাই বলেছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।
মহানুভব পরিষদের প্রতিষ্ঠাতা চক্রধর স্বামীর প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেছেন, স্বামীজিদের জীবন ও দর্শন সাধারণ মানুষের এগিয়ে চলার অনুপ্রেরণা। চক্রধর স্বামীও সত্যের গুরুত্ব বুঝিয়েছেন। মানুষকে সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কাজ করার কথা বলেছেন। তাই আমাদের জীবনের চলার পথের ভিত্তি হওয়া উচিত সততা ও সত্যবাদিতা। সবার আগে ঠাঁই দিতে হবে মানবতাকে। কাউকে আঘাত নয় বরং সকলের পাশে থাকতে হবে। চিন্তা-ভাবনা হতে হবে ইতিবাচক।
উল্লেখ্য, রাজনীতির ময়দানে গড়করি স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত৷ কখনও কখনও তাঁর বিভিন্ন মন্তব্য সরকার ও তাঁর দল বিজেপির অস্বস্তির কারণ হয়েছে। কয়েকদিন আগেই গড়কড়ি বলেছিলেন আজকের দিনে প্রশাসন ও সরকারকে কাজ করার জন্য আদালতকে নির্দেশ দিতে হয়। অনেকেই জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর জনগণের কথাই ভুলে যান। তাই এগিয়ে আসতে হয় আদালতকে।
