দেবরাজ হালদার
পুজোর আগেই সুখবর। খুব শীঘ্রই শিয়ালদহ ডিভিশনে চালু হতে চলেছে আরও তিনটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি লোকাল ট্রেন। প্রায় এক মাস ধরে রানাঘাট-শিয়ালদহ শাখায় চলছে এসি লোকাল। নতুন ট্রেন নিয়ে যাত্রীদের মধ্যে বিপুল সাড়াও দেখা গিয়েছে। তাই শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় এসি লোকাল চালাতে উৎসাহী রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড় সামাল দিতে নতুন ইএমইউ পরিষেবাও চালু হচ্ছে।
জানা গিয়েছে, শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট রুটে এবার চালু হতে চলেছে এসি লোকাল। একইসঙ্গে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আরও একটি এসি লোকাল চলবে।
ইতিমধ্যেই জোর কদমে চলছে দুর্গা পুজোর প্রস্তুতি। পুজোর কেনাকাটা শুরু করেছেন মানুষ। তাই অনেকেই গ্রাম-গঞ্জ থেকে আসছেন কলকাতায়। সাধারণ লোকাল ট্রেনে এমনিতেই সাধারণ যাত্রীদের ব্যাপক ভিড়। তাই শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি লোকাল চালু হলে মানুষ আরও সহজে ও স্বাচ্ছন্দে গন্তব্য পৌঁছতে পারবে বলে মনে করছে রেল।
সোমবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা সংবাদমাধ্যমকে জানান, খুব শীঘ্রই শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট শাখায় চালু হবে এসি লোকাল। বনগাঁ থেকে এসি ট্রেন রানাঘাট যাবে। একই সঙ্গে শিয়ালদহ- কৃষ্ণনগর শাখাতেও চালু হবে একটি এসি লোকাল। এই ট্রেনগুলি চালু করতে নতুন দুটি
এসি রেক নিয়ে আসা হবে বলে সাক্সেনা জানিয়েছেন। ২২
অগস্ট মেট্রোর তিন নতুন লাইন চালু হওয়ার পর এমনিতেই যাত্রী সংখ্যা অনেক বেড়েছে। তার সঙ্গে তাল মেলাতেই এসি রেক বাড়ানোর পরিকল্পনা পূর্ব রেলের।
রেলের তরফে ইতিমধ্যেই শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর চালু হতে চলা এসি লোকালের ভাড়ার তালিকাও জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই দুটি ট্রেন কোন কোন স্টেশনে থামবে সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত এসি লোকালের ভাড়া হচ্ছে ১২০ টাকা। অন্যদিকে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত ভাড়া হবে ১৪০ টাকা।
শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত এসি লোকাল চালু হওয়ায় মায়াপুর ইসকন মন্দিরের ভক্তদের যেমন যাতায়াতে সুবিধা হবে তেমনই কল্যাণীর এইমস হাসপাতালে যাতায়াতও সহজ হবে। এই নতুন এসি ট্রেনেও থাকবে ১২টি কোচ। যাতে একসঙ্গে ১২০০ যাত্রী যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে সম্পূর্ণ বাতানুকূল এই ট্রেনে থাকবে উন্নত সিটিং ব্যবস্থা, আধুনিক ডিজিটাল ডিসপ্লে। যাত্রীদের চাহিদা ও পরিষেবার মান যাচাই করে ভবিষ্যতে এসি ট্রেনের সংখ্যা ও রুট আরও বাড়ানো হতে পারে।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ায় শিয়ালদহে যাত্রীদের চাপ আরও বেড়েছে। তাই সকাল ও সন্ধ্যায় অফিসের ব্যস্ত সময়ে বিধাননগর-কল্যাণী রুটে আরও নতুন দুটি ইএমইউ পরিষেবা চালুর প্রস্তাব করা হয়েছে। একই কারণে বারাসত-হাসনাবাদ রুটেও একজোড়া অতিরিক্ত ইএমইউ পরিষেবার প্রস্তাব করা হয়েছে।
