সমীর ঘোষ
দেশে থাকলে কড়া নিরাপত্তা বলয় আর নানা স্তরের সুরক্ষায় মোড়া গাড়ি ব্যবহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু চিনে গিয়ে কোন গাড়িতে চড়লেন তিনি তা নিয়ে কৌতূহলের অন্ত নেই। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে চিন সফরের সময় প্রধানমন্ত্রীকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে হংকি এল৫ লিমুজিন, যা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকারি গাড়ি হিসেবেও ব্যবহৃত হয়। এই গাড়ি চড়েই মোদি আর পুতিন যান রিত্জ-কার্লটন হোটেলে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে। শুধু তাই নয় গন্তব্যে পৌঁছে যাওয়ার পরও প্রায় ৪৫ মিনিট তাঁরা এই গাড়িতেই আলোচনা চালিয়ে যান।
মোদির জন্য হংকি এল ৫ লিমুজিন
চিনে হংকি শব্দের অর্থ ‘লাল পতাকা’। ১৯৫৮ সালে ফার্স্ট অটোমোটিভ ওয়ার্কস সূচনা করেছিল এই ব্র্যান্ডের। মজার বিষয় হল প্রথম থেকেই হংকি ছিল কমিউনিস্ট পার্টি অফ চায়নার শীর্ষ নেতাদের জন্য নির্দিষ্ট গাড়ি। তাই একে চিনের “জাতীয় গর্ব” হিসেবেই দেখা হয়। আজও এই গাড়ি ‘মেড ইন চায়না’ প্রতীক হিসেবে বিবেচিত হয়। শুধু চিনের প্রেসিডেন্ট বা রাষ্ট্রনেতা নন, উচ্চপদস্থ কূটনীতিবিদ ও ধনকুবেররাও এই গাড়িকে এক বিশেষ মর্যাদার প্রতীক হিসেবে মানেন।
হংকি-র নজরকাড়া আকার
৫.৫ মিটারেরও বেশি লম্বা এবং তিন টনের বেশি ওজনের এই লিমুজিন যে কোনও জায়গায় নজর কাড়ে। এর নকশায় ঐতিহাসিক মডেলের ছাপ থাকলেও অত্যন্ত আধুনিক ও বিলাসিতায় মোড়া। রাষ্ট্রীয় শোভাযাত্রাতেও ব্যবহৃত হয় এই গাড়ি।
ইঞ্জিন-শক্তি ও পারফরম্যান্স
হংকি এল ৫ লিমুজিন গাড়িটিতে রয়েছে ৬.০ লিটার ভি ১২ ইঞ্জিন যা থেকে মেলে ৪০০-রও বেশি হর্সপাওয়ার। বিশাল আকারের সত্ত্বেও মাত্র ৮.৫ সেকেন্ডে এটি ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম। আর সর্বোচ্চ গতি পৌঁছতে পারে ঘন্টায় ২১০ কিমি পর্যন্ত।
বিলাসবহুল অভ্যন্তর
এল ৫-এর কেবিনে রয়েছে আরাম ও সাংস্কৃতিক শিল্পের মেলবন্ধন। ভেতরে রয়েছে চামড়ার আসন, কাঠের নকশা এবং জেড পাথরের কারুকাজ, যা ঐতিহ্যবাহী চিনা শিল্পকলার প্রতিফলন। পিছনের আসনে রয়েছে ম্যাসাজ, হিটিং ও ভেন্টিলেশন সুবিধা, সঙ্গে রয়েছে আধুনিক বিনোদনের জন্য স্ক্রিনও।
সীমিত উৎপাদন ও মর্যাদার মূল্য
এই গাড়ির বাজারমূল্য প্রায় পাঁচ মিলিয়ন ইয়ুয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা)। বলা হয় এই গাড়িটি চিনের সবচেয়ে দামি প্রোডাকশন কার। দাম ও সীমিত প্রাপ্যতার কারণে এবং ঐতিহ্য থেকে আধুনিক বিলাসিতায় হংকি এল ৫ আজ চিনের সেই আকাঙ্ক্ষার প্রতীক যা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাজনৈতিক অভিজাতদের প্রথম পছন্দ।