ডুরান্ড কাপের পর এবার কলকাতা লিগ ফুটবল। মরসুম শুরুর দুটি টুর্নামেন্ট থেকেই খালি হাতে বিদায় নিল মোহনবাগান সুপার জায়েন্ট। মঙ্গলবার সিএফএল প্রিমিয়ারে, কলকাতা কাস্টমস এবং সুরুচি সঙ্ঘ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে যাওয়ায় বিদায় নিয়েছে বিনো জর্জের দল। আপাতত কলকাতা লিগে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এ গ্রুপের পঞ্চম স্থানে রইল ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব দলটি।
গত আইএসএল ফুটবলে দ্বিমুকুট জয়ী ক্লাবের সুপার সিক্সে ওঠার যাবতীয় অঙ্ককে এক ধাক্কায় নস্যাৎ করেছে লড়াইয়ে থাকা কলকাতা কাস্টমস ও সুরুচি সঙ্ঘ। মঙ্গলবার কাস্টমস ২-১ গোলে হারিয়েছে কালীঘাট এস এলকে। আর সুরুচি সঙ্ঘ ৩-১ গোলে হারায় এনবিপি রেনবো এসি-কে। এদিনের জয়ের সুবাদে সুরুচি ও কাস্টমসের পয়েন্ট বেড়ে হয়েছে ২২ করে। গোলের গড়ে এগিয়ে থাকায় সুরুচি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠেছে। এ গ্রুপ থেকে আগেই সুপার সিক্সে উঠেছিল ইস্টবেঙ্গল এফসি। গ্রুপের ১১ টি ম্যাচ থেকে লাল-হলুদ শিবিরের সংগ্রহ ছিল ২৩ পয়েন্ট।
ডুরান্ড ফুটবলের জন্য কলকাতা লিগে মেসারার্সের মুখোমুখি হয়নি মোহনবাগান সুপার জায়েন্ট। বাতিল হওয়া সেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা লিগ সাব কমিটির বৈঠকে। লিগের ১০ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট পাওয়া মোহনবাগানের সুপার সিক্সে ওঠার ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল অনেকগুলি শর্তের উপর। প্রথম শর্তটি ছিল, লিগ সাব কমিটির বৈঠকে বাতিল হওয়া ম্যাচটি ফের আয়োজনের ছাড়পত্র পাওয়া। এবং মেসারার্স ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করা। ১১ ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট তখন হত ২০। শুধু ওটুকুতেই কিন্তু মিলত না সুপার সিক্সের ছাড়পত্র। এর সঙ্গে যোগ করতে হত কলকাতা কাস্টমস এবং সুরুচি সঙ্ঘের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হার।
ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবের সুপার সিক্সে ওঠার সেই সব জটিল হিসেব-নিকেশ ধুয়ে মুছে সাফ করেছে কাস্টমস ও সুরুচি সঙ্ঘ। মঙ্গলবার সরাসরি জয় তুলে নিয়ে ছিটকে দিয়েছে মোহনবাগানকে। সুপার সিক্সে ওঠা প্রিমিয়ার ডিভিশনে এ গ্রুপের তিন দল হল ইস্টবেঙ্গল এফসি, সুরুচি সঙ্ঘ এবং কলকাতা কাস্টমস। অন্য দিকে বি গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে ইউনাইটেড স্পোর্টস, ইউনাইটেড কলকাতা এবং ডায়মন্ড হারবার এফসি। প্রিমিয়ারের খেতাব জয়ের দৌড়ে এবার সামিল হবে এই ৬ দল।
