ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে বুমরাহকে বিশ্রাম দেওয়ার বিষয়টির সমালোচনা করতে বার বার দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানকে। এ বার তিনি ফাটালেন আরও বড় বোমা। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রসঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের উদাহরণ টেনে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং বুমরাহ’র তীব্র সমালোচনা করলেন তিনি।
গত ইংল্যান্ড সফরে ৫ টেস্টের মধ্যে মাত্র তিনটিতেই অংশ নিয়েছেন বুমরাহ। বাকি দুই টেস্টে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। এ দিকে সমালোচকদের দাবি, আইপিএল খেলার জন্য সব সময়ই প্রস্তুত থাকেন বিশ্বের এক নম্বর বোলার। এ বার সেই বিতর্ককে আরও একটু খুঁচিয়ে দিয়েছেন ইরফান। এশিয়া কাপ শুরুর আগেও তাঁর মুখে আরেকবার সদ্য সমাপ্ত বিলেত সফরে বুমরাহকে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গ। যা নিয়ে কার্যত তুলোধোনা করেছেন বুমরাহ এবং গুরু গম্ভীরকে।
পাঠান নিজেও বুমরাহ’র ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিরুদ্ধে নন। কিন্তু তিনি বুঝতে পারছেন না যে ইংল্যান্ড সফরের মতো গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে কেন বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। সম্প্রতি সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “আমার একটা কথাই বলার আছে। আপনারা সম্প্রতি শুনেছেন যে প্যাট কামিন্স অ্যাশেজের কথা মাথায় রেখে অনেক খেলাই বাদ দেবেন। কিন্তু কামিন্স কি অ্যাশেজ চলাকালীন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণ দেখিয়ে সরে দাঁড়াবেন?”
পাঠান আরও বলেন, “আমার প্রশ্ন হল শুধু এটাই। যাই হোক, ওয়ার্কলোড ম্যানেজ করুন। হ্যাঁ, সেরা দেশগুলিতে গিয়ে জেতা সহজ কথা নয়। সেখানে আপনার প্রধান বোলারদের যতটা সম্ভব খেলা খেলাতে হবে। সেখানে একটি গুরুত্বপূর্ণ সিরিজ চলাকালীন আপনি যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভাবেন তা হলে কখনওই আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন না।” এরই সঙ্গে যোগ করেন, “ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমার মনে হয়, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে। জশপ্রীত বুমরাহই হোক কিংবা অন্য কোনও ফাস্ট বোলার। সবার ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে আপনাকে।”
