কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম কেন্দ্রের ঘোষিত সাম্প্রতিক জিএসটি হার কমানো ও কাঠামোগত সংস্কারকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি প্রশ্ন তুলেছেন, কেন এত বছর দেরিতে এই পদক্ষেপ করা হল।
রাজ্যসভার সাংসদ এক্স-এ লিখেছেন, “জিএসটি হার কমানো ও সংস্কার অবশ্যই স্বাগত, তবে এটি এসেছে ৮ বছর দেরিতে। বর্তমান জিএসটি কাঠামো ও এতদিনের হার প্রথম থেকেই চালু করা উচিত ছিল না। আমরা ২০১৭ সাল থেকে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছি, কিন্তু আমাদের কথা কানেই নেয়নি সরকার।”
চিদম্বরম আরও বলেন, এই হঠাৎ সিদ্ধান্তের পেছনে কারণ হতে পারে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, ঋণের ভারে জর্জরিত পরিবার, কমে যাওয়া সঞ্চয়, আসন্ন বিহার নির্বাচন কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ।
এদিকে, ৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চারস্তরীয় কর কাঠামো কমিয়ে দুই স্ল্যাবে (৫% ও ১৮%) নিয়ে এসেছেন। পরিবর্তন কার্যকর হবে ২২ সেপ্টেম্বর, নবরাত্রির প্রথম দিন থেকে।
নতুন হারে ছোট গাড়ি, এন্ট্রি-লেভেল বাইক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ট্যালকম পাউডার, হেয়ার অয়েলের মতো জিনিসে জিএসটি ১৮% থেকে নেমে হবে ৫%। সাইকেল, বাসনপত্র ও বাঁশের আসবাবও পড়েছে নিম্ন স্ল্যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পদক্ষেপকে “নেক্সট-জেনারেশন সংস্কার” বলে অভিহিত করেছেন। এক্স-এ তিনি লিখেছেন, “স্বাধীনতা দিবসের ভাষণে আমি জিএসটির পরবর্তী প্রজন্মের সংস্কারের কথা বলেছিলাম। এই সংস্কার সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজতর করবে। কৃষক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, মধ্যবিত্ত, মহিলা ও যুবকদের উপকার করবে এবং অর্থনীতিকে আরও মজবুত করবে।”