বলিউডে নিজের জায়গা তৈরি করতে ব্যস্ত সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি। বর্তমানে তিনি বর্ডার ২ ছবির শুটিং এবং মুক্তি নিয়ে উচ্ছ্বসিত। এই ছবিতে রয়েছেন বড় বড় তারকারা। এর মাঝেই শোনা যাচ্ছে, আহান আরেকটি বড় প্রজেক্টে সই করেছেন।
সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আহান অভিনয় করবেন এমন এক ছবিতে, যা নাকি ভারতের প্রথম হরর ফিল্ম, যার কাহিনি বাস্তব ঐতিহাসিক এক জাতীয় ট্র্যাজেডি থেকে অনুপ্রাণিত। ছবিটিতে থাকবে হররের পাশাপাশি থাকবে রোমান্সের ছোঁয়া।
তবে ছবির টাইটেল, পরিচালকের নাম কিংবা কাহিনির বিশদ এখনও প্রকাশ্যে আসেনি। ছবির নায়িকাকেও এখনো চূড়ান্ত করা হয়নি। জানা গেছে, ছবিটি প্রযোজনা করছেন খ্যাতি মাদান তাঁর ব্যানার নট আউট এন্টারটেইনমেন্ট এবং প্রশান্ত গুঞ্জালকরের সঙ্গে মিলে। খ্যাতি মাদান এর আগে কাজ করেছেন বড় বড় প্রযোজনা সংস্থা যেমন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ডিজনি ইন্ডিয়া এবং ম্যাডক ফিল্মস-এর সঙ্গে। থিয়েটারিকাল হিন্দি সিনেমাকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরে ব্যতিক্রমী ঘরানার গল্প বলার জন্য এই বছর তিনি লঞ্চ করেছেন নট আউট ইন্টারটেইনমেন্ট। আহান শেট্টির এই ছবির পাশাপাশি তাঁর প্রোডাকশন হাউসের তালিকায় রয়েছে অভূতপূর্ব নামের আরও একটি ছবি।
এদিকে, আহান শেট্টি এখন ব্যস্ত বর্ডার ২ ছবির মুক্তি নিয়ে। কয়েক মাস আগে তিনি অমৃতসরে শেষ ধাপের শুটিং করেন। ছবির সহ-প্রযোজক বিনয় গান্ধী সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের কিছু ঝলক শেয়ার করেছেন। এক ভিডিওতে দেখা গেছে আহান ও বরুণ ধাওয়ানকে একসঙ্গে ফ্লাইটে, যেখানে ক্যাপশনে লেখা ছিল, “লাস্ট ব্যাটেল লোডিং…”, যা ইঙ্গিত দিচ্ছে ছবির জমজমাট ক্লাইম্যাক্স ও যুদ্ধ দৃশ্যের দিকে।
বর্ডার ২ ছবিতে আহান শেট্টি, বরুণ ধাওয়ান ছাড়াও থাকছেন দিলজিৎ দোসাঞ্জ, সানি দেওল, সোনম বাজওয়া এবং মেধা রানা। ছবিটি প্রযোজনা করছে টি-সিরিজ, সহযোগিতায় জেপি দত্তের জেপি ফিল্মস। ১৯৯৭ সালের কালজয়ী ছবি বর্ডার-এর উত্তরসূরি এই সিক্যুয়েল ভারতীয় সেনাদের বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের অমোঘ কাহিনি আবারও বড়পর্দায় ফিরিয়ে আনবে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ২৩ জানুয়ারি।
