বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অমিত মিশ্র। এরপরই নাম না করে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বোমা ফাটালেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার। জাতীয় দলে ধোনির পছন্দের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে কীভাবে এক কঠিন প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হতে হয়েছিল তাঁকে, এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথাই তুলে ধরেছেন মিশ্র।
সাক্ষাৎকারটিতে মিশ্র বলেন, “কখনও আপনি দলে থাকেন, কখনও দলের বাইরে। কখনও আপনি প্লেয়িং ইলেভেনে সুযোগ পান, কখনও পান না। এটা সত্যিই খুবই হতাশাজনক ছিল। আমি নিঃসন্দেহে অনেকবার হতাশ হয়েছি। কিন্তু তার পরই আপনার মনে পড়বে যে আপনার স্বপ্ন ভারতের হয়ে ক্রিকেট খেলা। আপনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন। লক্ষ লক্ষ মানুষ সেখানে থাকার জন্য কঠোর পরিশ্রম করছে। আপনি ভারতীয় দলের ১৫ জন খেলোয়াড়ের একজন। তাই আমি ইতিবাচক থাকার চেষ্টা করেছি।”
এই প্রসঙ্গেই নাম না করে অধিনায়ক ধোনির, জাদেজা এবং অশ্বিন-প্রীতির কথা তুলে ধরেন অমিত মিশ্র। তাঁর কথায়, “কিছু খেলোয়াড় অধিনায়কের খুব পছন্দের হয়। তবে তাতে খুব একটা কিছু এসে যায় না। সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করতে হয়। আমি যেমন বলেছি, এই বিষয়গুলো কোনও ব্যাপারই না… যখন তুমি খেলতে শুরু করো, তখন সবকিছুই বদলে যায়।”
প্রতিভা থাকা সত্ত্বেও মিশ্র কার্যত স্বীকার করে নিয়েছেন যে, ভারতীয় দলের ভিতরে বা বাইরে থাকা মানসিকভাবে যথেষ্টই কঠিন ছিল। এই পরিস্থিতিতে নিজেকে অনুপ্রাণিত করতেন কীভাবে?
সেই প্রসঙ্গে প্রাক্তন লেগ স্পিনার বলেন, “যখনই আমি হতাশ হতাম, তখনই ভাবতাম যে, আমার কী উন্নতি করা উচিত। ফিটনেস, ব্যাটিং বা বোলিং যাই হোক না কেন, আমি সর্বদা উন্নতির দিকেই মন দিয়েছি। যখনই আমি ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি, আমি ভাল পারফর্ম করেছি। আর আমি এতে খুব খুশি। আমি কখনও কঠোর পরিশ্রম থেকে পিছপা হইনি।”