নাম বিড়ম্বনা যে কত বড় বিভ্রাট ঘটাতে পারে তা এখন হাড়ে হাড়ে বুঝছেন আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশের আইনজীবী মার্ক এস জুকারবার্গ। ইতিমধ্যেই ওই আইনজীবী ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন। ওই আইনজীবীর অভিযোগ, ফেসবুক বারবার তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে এবং তাঁকে একজন বিখ্যাত ব্যক্তির ছদ্মবেশ ধারণের অভিযোগে অভিযুক্ত করছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বড় মাপের প্রভাব ফেলছে। এই আইনজীবীর নাম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক এলিয়ট জুকারবার্গের নামের সঙ্গে অদ্ভুত রকম মিল রয়েছে।
সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, শেষ ৮ বছরে এই প্রবীণ আইনজীবীর ফেসবুক অ্যাকাউন্টটি পাঁচবার ব্লক করে দেওয়া হয়েছে। যে কারণে তাঁর কয়েক হাজার ডলার ক্ষতি হয়েছে। ওই আইনজীবী আদালতকে বলেছেন, তিনি প্রায় চার দশক ধরে আইনি পেশায় যুক্ত। অর্থাৎ তিনি প্রায় ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গের শৈশবকাল থেকেই আইনি পেশায় নিযুক্ত রয়েছেন।পেশাগত অভিজ্ঞতা সত্ত্বেও শুধুমাত্র নামের মিল থাকার কারণে তাঁকে এমন হয়রানির শিকার হতে হচ্ছে। বিষয়টি স্পষ্ট করতে ওই আইনজীবী তাঁদের দুজনের নামের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি তুলে ধরেন। আইনজীবীর দাবি, তিনি হলেন মার্ক স্টিভেন আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক এলিয়ট। বিষয়টি আদৌ কোন ছোটখাটো ব্যাপার নয়। নাম বিভ্রাটের কারণে তাঁর বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। যা মেনে নেওয়া যায় না। এই ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ।
আইনজীবীর ওই অভিযোগের জবাবে ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে, তারা ওই আইনজীবীর অ্যাকাউন্ট বেশ কয়েকবার ব্লক করেছে। তবে ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তারা ওই অ্যাকাউন্টটি পুনরায় চালু করেছে। ভবিষ্যতে যাতে আর এই ধরনের ভুল না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সংস্থা। ওই আইনজীবী দীর্ঘদিন যেভাবে এই ঘটনার পরেও মুখ বুজে রয়েছেন সেজন্য তার ধৈর্যেরও প্রশংসা করেছে মেটা।